এক্সপ্লোর
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, অভিযুক্ত নবম শ্রেণির তিন ছাত্রী

নয়াদিল্লি: দিল্লির এক সরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল নবম শ্রেণির তিন ছাত্রীর বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে ঘটনার কথা জানিয়েও কোনও ফল হয়নি। ফলে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করতে বাধ্য হন। পুলিশ অভিযুক্ত তিন ছাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৮ এবং পকসো আইনের ৬ ও ১০ নম্বর ধারায় মামলা দায়ের করেছে। নির্যাতিতার কাকা বলেছেন, বৃহস্পতিবার টিফিনের সময় এবং ক্লাসের ফাঁকে ওই তিন ছাত্রী মিলে শিশুটির উপর অত্যাচার চালায়। বাড়ি ফিরে দিদিকে ঘটনার কথা জানায় ওই শিশু। এরপরেই তার বাড়ির লোকেরা স্কুল কর্তৃপক্ষকে এই ঘটনার কথা জানান। কিন্তু তাঁরা গুরুত্ব না দিয়ে পরীক্ষা চলছে বলে বিষয়টি এড়িয়ে যান। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















