এক্সপ্লোর
Advertisement
নোট বাতিলের ১০০ দিন: বাংলাদেশ থেকে জাল দু হাজার টাকা ঢুকছে ভারতে
নয়াদিল্লি: নোট বাতিলের ১০০ দিন সম্পূর্ণ। প্রসঙ্গত দেশকে জাল নোট, দুর্নীতি ও কালো টাকা থেকে মুক্ত করতে কার্যত এই পদক্ষেপ নেওয়া হয়, দাবি করা হয় কেন্দ্রের তরফে। সূত্রের খবর, সেই নোট বাতিলের তিনমাস পরেই বাংলাদেশ থেকে ভারতে শয়ে শয়ে জাল দু হাজারের নোট ঢুকছে। গত তিন সপ্তাহে এত বেশি পরিমাণ জাল দু হাজারের নোট বাজেয়াপ্ত করেছে সীমান্ত পুলিশ, তাতে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন। কারণ, যার জন্যে ৫০০ ও হাজারের নোট বাতিল করা হয়েছিল, সেই একই ব্যধি ফের চেপে বসছে ভারতীয় অর্থনীতির ওপর।
অথচ এই জাল নোট থেকে দেশকে মুক্ত করার জন্যে দেশের মানুষের ওপর এত বড় অপারেশন চালাল কেন্দ্র। ৮ নভেম্বরের আগে ভারতের বাজারে ছেয়ে গিয়েছিল পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল থেকে আসা ৫০০ ও হাজারের জাল নোটে। সূত্রের খবর ছিল ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সরকার ও জঙ্গি সংগঠনগুলো কার্যত এদেশের অর্থনীতিকে দুর্বল করে দিতেই এভাবে বাজারে ছড়িয়ে দিচ্ছিল জাল নোট। কিন্তু সেই একই ব্যধি যখন ফের ফিরে আসছে, তখন নিরাপত্তা সংস্থা ও প্রশাসনের কাছে সেটা বড় বিপদের সংকেত।
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর গত ১৪ ফেব্রুয়ারি রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে দু হাজারের জাল নোট পাচার হচ্ছিল এদেশে। যদিও নিরাপত্তা বাহিনীর তত্পরতায় আপাতত সেই অপারেশন ভণ্ডুল হয়েছে। দিন কয়েক আগেই বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ থেকে জাল ১০০ টাকার নোটের অনেকগুলো বান্ডেল উদ্ধার করে।
গোয়েন্দা সূত্রে খবর, বাজারে আসা নতুন এই দু হাজারের নোট জাল হওয়া হালেই শুরু হয়েছে। আরবিআইয়ের তরফে নির্দিষ্ট করা ১৭টি বিশেষত্বের মধ্যে জাল নোটে ১০ টি বিশেষত্ব ছাপাতে সক্ষম হয়েছে জাল নোটের কারবারিরা। তবে এই জাল নোট সংক্রান্ত আরও তথ্য গোয়েন্দা সংস্থার হাতে আসবে নোটগুলো ফরেন্সিক পরীক্ষার পর।
বিএসএফ-এর তরফে প্রাথমিক পরীক্ষার পর দাবি করা হয়েছে জাল দু হাজারের নোটে কারবারিরা নোটের সামনে থাকা ছটি বিশেষত্ব নকল করতে সক্ষম হয়েছে। তারমধ্যে রয়েছে সি-থ্রু রেজিস্টার, যেখানে আলোর সামনে ধরলে সংখ্যায় ২০০০ দেখা যাবে, দেবাঙ্গিরি লিপি, মহাত্মা গাঁধীর ছবি, অশোক স্তম্ভ। এছাড়া নোটের পিছনে থাকা চারটি বিশেষত্ব দেখতে পাওয়া গেছে জাল দু হাজারের নোটে। কোন সালে ছাপানো হয়েছে নোটটি, স্বচ্ছ ভারত লোগো, ষোলোটি ভাষায় লেখা দু হাজার, মঙ্গলায়নের মোটিফ। এছাড়া দক্ষিণ বঙ্গের বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আরপিএস জয়সওয়ালের দাবি, জাল নোটগুলো আসল নোটের চেয়ে একটু ভাল মানের। এপ্রসঙ্গে কেন্দ্রের বিরোধী দল কংগ্রেসের দাবি, এর থেকে একটা বিষয় পরিস্কার নোট বাতিল করে জাল নোটের সমস্যা মেটানো যাবে না। এই ঘটনা থেকে প্রমাণিত দেশকে বোকা বানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পুলিশ সূত্রে দাবি, এরমধ্যে বেঙ্গালুরু, গুজারাট এবং হরিয়ানা থেকে উদ্ধার হওয়া জাল নোটের তুলনায় এগুলোর মান অনেক ভাল, এবং দেখতেও অনেকটা আসল নোটের মতো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement