Agnimitra Pal: 'মুখ্যমন্ত্রী শুধু অনুদানের রাজনীতি করছেন', অগ্নিমিত্রার নিশানায় মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'রাজ্য রাজনীতি একটা শব্দেই সরগরম, থ্রেট কালচার । সব হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানেই থ্রেট কালচার । থ্রেট কালচারের শিকার প্রাক্তন আইনজীবি পঙ্কজ দত্ত । দুর্নীতি বাম আমলেই ছিল , রাজনীতির সাথে দুর্নীতির ব্যবস্থা করেছে তৃণমূল । নদী থেকে গরু সব দখল করেছে তৃণমূল । শাসক দলের হলেই তবেই থ্রেট দেওয়ার ক্ষমতা । বিরোধী কমেনি,বিরোধী বিরোধীর জায়গাতেই রয়েছে । ভোটের আগে পোলিং এজেন্টদের তুলে নিয়েছে পুলিশ । পুলিশ টিএমসির ক্যাডারের থেকে বেশি বড় ক্যাডার । মুখ্যমন্ত্রী শুধু অনুদানের রাজনীতি করছেন । লড়াইটা তৃণমূলের সঙ্গে বাংলার সাধারণ মানুষের', যুক্তিতক্কো-এ এসে মন্তব্য অগ্নিমিত্রা পালের
আরও খবর...
কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে বসানো হয়েছে প্রিন্টার ও ফটোকপি যন্ত্র। ফার্মাসি প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রিন্ট করে মোটা টাকায় বিক্রি করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। যদিও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলেজের। অধ্যক্ষ অরূপকুমার রায়কে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে পুলিশ।
এবার কি সৌগত রায় ও সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে তৃণমূল? সূত্রের দাবি, তৃণমূল সাংসদ সৌগত রায় বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য, লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন। অন্যদিকে, সুখেন্দুশেখর রায় রাজ্য়সভায় আসন পরিবর্তনের জন্য চেয়ারম্য়ান জগদীপ ধনকড়কে চিঠি লিখেছেন। তৃণমূল সূত্রে দাবি, দুই সাংসদই সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্বকে বিন্দুবিসর্গ না জানিয়ে, যা নিয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব।