Anirban Banerjee: 'রাজ্য বিজেপি নেতারা কার্যত চাকরবৃত্তি করেন', আক্রমণ অনির্বান বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Anandsa LIVE: 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরোধী রাজনৈতিক স্বর হিসেবে বিজেপিকে কেউ মানে ? প্রভুরা এসে বলে যাবে আর হ্যাঁ স্যর, হ্যাঁ স্যর করবে । রাজ্য বিজেপি নেতারাও এটা জানেন । রাজ্য বিজেপি নেতারা কার্যত চাকরবৃত্তি করেন । বিরোধীদের নিয়ে বাংলায় কোনও আলোচনা হয় না । বিরোধীদের নিয়ে বাংলায় কোনও আলোচনা নেই, গণতন্ত্রের কোনও ছবি নেই । নির্বাচনে মানুষ শুধু শাসক বাছাই করে না, বিরোধীও বাছাই করে । মমতা বন্দ্যোপাধ্য়ায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করার পর যা নয় তাই বলেছেন । পরে সেই পথই অন্য রাজ্যে অনুসরণ করতে হয়েছে ।', যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে কী বললেন অনির্বান বন্দ্যোপাধ্যায়
আরও খবর...
কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে বসানো হয়েছে প্রিন্টার ও ফটোকপি যন্ত্র। ফার্মাসি প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রিন্ট করে মোটা টাকায় বিক্রি করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। যদিও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলেজের। অধ্যক্ষ অরূপকুমার রায়কে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে পুলিশ।
এবার কি সৌগত রায় ও সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে তৃণমূল? সূত্রের দাবি, তৃণমূল সাংসদ সৌগত রায় বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য, লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন। অন্যদিকে, সুখেন্দুশেখর রায় রাজ্য়সভায় আসন পরিবর্তনের জন্য চেয়ারম্য়ান জগদীপ ধনকড়কে চিঠি লিখেছেন। তৃণমূল সূত্রে দাবি, দুই সাংসদই সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্বকে বিন্দুবিসর্গ না জানিয়ে, যা নিয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব।