এক্সপ্লোর
নোট বাতিলের জের: উপত্যকায় বিক্ষোভ মুহূর্তে বন্ধ

শ্রীনগর: ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের ফলে থমকে গেছে কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিক্ষোভ। হাওয়ালার মাধ্যমে ওই টাকা পাকিস্তান থেকে কাশ্মীরে ঢুকছিল। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতারা পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের কাছে তাদের এই উদ্বেগের কথা জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, জম্মু কাশ্মীর পুলিশ দিল্লিকে রিপোর্ট দিয়েছে, বুরহান ওয়ানির মৃত্যুর জেরে উপত্যকায় ৪ মাস ধরে চলা বিক্ষোভ নোট বাতিলের জেরে আচমকা থমকে গিয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের হাতে ওই টাকা পৌঁছয় বাংলাদেশ, নেপাল ও দুবাই হয়ে হাওয়ালার মাধ্যমে। টাকা বাতিলের সেই উৎস আচমকা শুকিয়ে গেছে। কয়েকজন আধিকারিক আবার জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির আলোচনার যে প্রস্তাব রেখেছেন, তাতে বিক্ষোভ এমনিতেই বেশ খানিকটা কমেছে। তা না হলে বিক্ষোভকারীদের সমস্যা আরও বাড়ত। কেন্দ্র যদিও জানিয়ে দিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তারা কোনও আলোচনা করবে না। শীর্ষ গোয়েন্দা কর্তারা মনে করছেন, নোট বাতিলের জোরে অন্তত ৪-৫ মাসের জন্য কাশ্মীর অশান্তি অনেকটাই থিতিয়ে পড়বে। এই সময়ের মধ্যে আবার কালো টাকা এসে যাবে বিচ্ছিন্নতাবাদীদের কাছে। তখন আবার তেড়ে ফুঁড়ে অশান্তিতে ইন্ধন দেবে তারা। নতুন ব্যাঙ্কনোট এখনও বাজারে সহজলভ্য না হওয়ায় হাওয়ালার মাধ্যমে কাজকর্ম আপাতত থমকে গেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















