এক্সপ্লোর
Advertisement
এবার রেলকর্মীদের জন্য ডিজাইনার জ্যাকেট, টিশার্ট
নয়াদিল্লি: ট্রেনের টিকিট চেকার? নাকি টিকিট কাউন্টারে বসেন? স্টেশন মাস্টার? গার্ড? ড্রাইভার? তা নয়, রেলের ক্যাটারিংয়ে আছেন? এবার আর থোড় বড়ি খাড়া পোশাক নয়, রীতিমত ডিজাইনার পোশাক পরে কাজে লাগতে পারবেন আপনি।
আর ডিজাইনার মানে যে সে ডিজাইনার নন, খোদ রীতু বেরি। তিনি বেশ কিছু ডিজাইন জমা দিয়েছেন, সেগুলোর ওপর বাছাবাছি চলছে।
রেল কর্তৃপক্ষ ঠিক করেছে, যে কর্মীরা ক্রেতা পরিষেবা সংক্রান্ত কাজকর্ম করেন, তাঁদের ফ্লুরোসেন্ট রঙের ডিজাইনার জ্যাকেট দেওয়া হবে, সঙ্গে হলুদ টি শার্ট। উৎসবের সময় অক্টোবর মাস থেকেই তাঁরা পেয়ে যাবেন নতুন পোশাক।
এবার দেখা যাক, কাদের জন্য কোন পোশাক। হলুদ-কালো কম্বিনেশনে হাফ ও ফুলহাতা টিশার্ট পরবেন যাঁরা টিকিট বিক্রি করেন, মানুষের সমস্যার কথা শোনেন, সেই সব রেলকর্মীরা। অর্থাৎ যাঁরা সরাসরি মানুষের সঙ্গে যুক্ত। তাঁদের শার্টে ভারতীয় রেলের লোগো সাঁটা থাকবে।
যাঁরা ক্যাটারিংয়ে রয়েছেন, তাঁদের জন্য সাদা টি শার্ট-কালো বর্ডার। টিকিট চেকার, গার্ড ও ড্রাইভারদের জন্য হলুদ ও সবুজ- দুধরনের হাফ ফ্লুরোসেন্ট জ্যাকেট তৈরি হচ্ছে।
এখন টিকিট চেকার, স্টেশন মাস্টার, গার্ড- সকলেই আদ্যিকালের ডিজাইন করা রেলের ইউনিফর্ম পরেন।
রেলমন্ত্রী সুরেশ প্রভু গত বছরের বাজেটে জানিয়ে দেন, যে রেল কর্মীরা পরিষেবা সংক্রান্ত কাজ করেন, তাঁদের জন্য নতুন করে ইউনিফর্ম তৈরি হবে। ওয়ার্কশপ ও প্রোডাকশন ইউনিটের টেকনিক্যাল স্টাফরাও পাবেন নয়া ইউনিফর্ম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement