এক্সপ্লোর
Advertisement
দিলীপ কুমারের আরেক ভাই, এহসান খানেরও মৃত্যু করোনায়, বয়স হয়েছিল ৯০
১৫ অগস্ট দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। ২১ আগস্ট মারা যান আসলাম। বৃহস্পতিবার টুইটারে ফারুকি লেখেন, ’’দিলীপ সাবের সবচেয়ে ছোট ভাই, কয়েক ঘণ্টা আগেই মারা গিয়েছেন। কিছুদিন আগে আসলাম খান মারা গিয়েছিলেন। আমরা ঈশ্বরের কাছ থেকে আসি, আবার তাঁর কাছে ফিরে যাই। ওদের( আসলাম, এহসান) জন্য প্রার্থনা করুন।‘‘
নয়াদিল্লি: কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই এহসান খান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিলীপ কুমারের টুইটার হ্যান্ডলে তাঁর হয়ে এই খবর জানিয়েছেন তাঁদের পারিবারিক বন্ধু ফারুকি ফয়সল।
১৫ অগস্ট দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। ২১ আগস্ট মারা যান আসলাম। বৃহস্পতিবার টুইটারে ফারুকি লেখেন, ’’দিলীপ সাবের সবচেয়ে ছোট ভাই, কয়েক ঘণ্টা আগেই মারা গিয়েছেন। কিছুদিন আগে আসলাম খান মারা গিয়েছিলেন। আমরা ঈশ্বরের কাছ থেকে আসি, আবার তাঁর কাছে ফিরে যাই। ওদের( আসলাম, এহসান) জন্য প্রার্থনা করুন।‘‘
Dilip Saab’s youngest brother Ehsan Khan, passed away few hours ago.
Earlier, youngest brother, Aslam had passed away. We are from God and to Him we return. Pls pray for them.
Posted by @FAISALmouthshut on behalf of #DilipKumar
— Dilip Kumar (@TheDilipKumar) September 3, 2020
আসলামের মৃত্যুর খবরও জানিয়েছিলেন ফারুকিই। আসলাম নিউমোনিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশনে ভুগছিলেন, হৃদযন্ত্রেও সমস্যা ছিল বলে জানিয়েছিলেন তাঁর চিকিৎসক। মাল্টিঅরগ্যান ফেলিওর হয়েই আসলাম মারা গিয়েছিলেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছিল।
মহামারী দেখা দেওয়ার পর থেকে অতি সতর্ক দিলীপ কুমার নিজেও। মার্চে লকডাউন ঘোষণা হওয়ার পরেই ৯৭ বছর বয়সি অভিনেতা নিজে জানিয়েছিলেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্পূর্ণ হোম আইসোলেশন ও কোয়ারান্টিনে রয়েছেন তিনি ও তাঁর স্ত্রী সায়রা বানু। একটি আলাদা পোস্টে তাঁর অনুরাগী-ভক্তদের যতটা সম্ভব বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছিলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement