এক্সপ্লোর
Advertisement
ডাকাতের হাত থেকে মহিলাকে বাঁচাল পোষা কুকুর
নয়াদিল্লি: কুকুরের প্রভুভক্তি নতুন কিছু নয়। সভ্যতার শুরু থেকেই এই প্রাণীটি মানুষের বন্ধু। ফের কুকুরের প্রভুভক্তির প্রমাণ পাওয়া গেল দিল্লিতে। ৫১ বছর বয়সি এক মহিলাকে ডাকাতের হাত থেকে বাঁচিয়ে দিল তাঁর পোষা কুকুর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির রামকৃষ্ণপুরম অঞ্চলে ওই মহিলার বাড়িতে ক্যুরিয়র সংস্থার কর্মী সেজে ঢোকে এক দুষ্কৃতী। ওই মহিলা দরজা খোলার পরেই সে তাঁর পেটে লাথি মারে। যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়েন ওই মহিলা। মালকিন আক্রান্ত দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসে তাঁর পোষা কুকুর। সে ওই ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়ে। কোনওক্রমে ছুটে পালিয়ে যেতে সক্ষম হয় ওই ডাকাত। তাকে ধাওয়া করেও ধরতে পারেনি প্রভুভক্ত কুকুরটি। পলাতক ডাকাতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির ৪৫১ ধারায় মামলা দায়ের হয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
ওই মহিলার স্বামী জানিয়েছেন, তাঁদের কুকুরটি ল্যাব্রাডর রিট্রিভার জাতের। তার বয়স ১১ মাস। কুকুরটির নাম সুগার। তার জন্যই এ যাত্রায় ধনে-প্রাণে বেঁচে গেলেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement