এক্সপ্লোর
Advertisement
ওয়েইসির মন্তব্যের জের, শহিদদের নিয়ে সাম্প্রদায়িক ভেদাভেদ করবেন না! বললেন সেনার নর্দার্ন কম্যান্ডের প্রধান
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের কথা উল্লেখ করে আসাদুদ্দিন ওয়েইসির মন্তব্যের মোক্ষম জবাব দিলেন সেনাবাহিনীর নর্দার্ন কম্যান্ডের প্রধান জেনারেল দেবরাজ আনবু।
ওয়েইসি গতকাল বলেন, ভারতের মুসলিমদের আনুগত্য নিয়ে যারা প্রশ্ন তোলে, মুসলিমদের পাকিস্তানি বলে, তারা বাস্তব থেকে অনেক দূরে। জম্মু ও কাশ্মীরে গত শনিবারের জঙ্গি হামলায় নিহত সাতজনের ৫ জনই মুসলিম। এ থেকে তারা বুঝুক যে, আমরা মুসলিমরাও এই দেশের জন্য জীবন দিচ্ছি।
অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন সভাপতির এই মন্তব্যের পাল্টা জেনারেল আনবু বলেন, শহিদদের ওপর সাম্প্রদায়িক রং দেবেন না। আমরা শহিদদের সাম্প্রদায়িক চেহারা দিই না। যারা এ জাতীয় মন্তব্য করছেন, তারা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে জানেন না।
ওয়েইসির মন্তব্য খারিজ করে সোস্যাল মিডিয়াতেও বলা হয়েছে, সবার রক্তের রংই লাল। রাজনীতিকরাই মানুষে মানুষে ভেদাভেদ করেন।
We don't communalize martyrs, those making statements don't know the Army well: Lt General Devraj Anbu,GOC Northern Command pic.twitter.com/MriWgMcf4H
— ANI (@ANI) February 14, 2018
আনবু একইসঙ্গে বলেন, শত্রুপক্ষ হতাশ। তুলনামূলক বেশি নরম টার্গেটকে নিশানা করছে। সীমান্তে না পেরে ছাউনিতে হামলা করছে। এটা ঠিক যে যুবকরা সন্ত্রাসবাদে যোগ দিচ্ছে, এটা উদ্বেগের ব্যাপার। এই প্রবণতা আটকাতে হবে। ২০১৭-য় আমরা সন্ত্রাসবাদীদের মাথাগুলিকে টার্গেট করে খতম করেছি।
Enemy is frustrated and is trying softer targets, when they fail at borders they attack on camps. Yes youth joining terror is a concern, we need to address this trend. In 2017 we focused on leadership and eliminated it: Lt Gen Devraj Anbu,GOC Northern Command pic.twitter.com/BiRodEl317
— ANI (@ANI) February 14, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement