এক্সপ্লোর
Advertisement
৪০ লাখ টাকা আয়কর দিতে গিয়ে ধরা পড়ে গেল ড্রাগ কারবারী
বেঙ্গালুরু: কাজ করে ভিন্ন রাজ্য থেকে আসা সামান্য নির্মাণ শ্রমিক হিসেবে। আয় কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছে ৪০ লাখ টাকা। এই প্রচণ্ড অসমতার কোনও যুক্তিসঙ্গত জবাব দিতে না পেরে পুলিশের হাতে ধরা পড়ল কর্নাটকের রাচাপ্পা রঙ্গা। ফাঁস হয়ে গেল তার নিষিদ্ধ ড্রাগের রমরমা কারবার।
৩৪ বছরের রঙ্গা থাকে কনকাপুরা রোডে। তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গিয়েছে নগদ ৫ লাখ টাকাও। তার এক সঙ্গী শ্রীনিবাস গ্রেফতার হয়েছে, চম্পট দিয়েছে আর এক সঙ্গী, গাঁজা সরবরাহের দায়িত্বে থাকা সাশু।
কিছুদিন আগে রঙ্গা আয়কর রিটার্ন ফাইল করে, তাতে সে দেখায় ২০১৭-১৮ সালে তার বার্ষিক রোজগার হয়েছে ৪০ লাখ টাকা। কিন্তু উপার্জনের উৎস সম্পর্কে মুখ খোলেনি সে। আয়কর অফিসাররা তাকে ডেকে পাঠান, পুলিশকে নির্দেশ দেন নজর রাখতে।
পুলিশি তদন্তে ধরা পড়ে, ২০১৩-য় ড্রাগ কারবারে ঢোকার আগে রঙ্গা বেঙ্গালুরুতে নির্মাণ কর্মীরই কাজ করত। যুবকদের গাঁজা বিক্রির কাজে লাগাত সে, রোজগার করত কোটি কোটি টাকা। কনকপুরা রোডে তার যে বিশাল ভিলা, তার মাসিক ভাড়া ৪০,০০০ টাকা! তার বিলাসবহুল গাড়ি রয়েছে, গ্রামের দিকেও কিনেছে প্রচুর সম্পত্তি।
পুলিশ জানতে পেরেছে, আয়কর দফতর তার রোজগার নিয়ে খোঁজখবর শুরু করার পর রঙ্গা আইনজীবীর পরামর্শে নিজেকে সরকারি এজেন্সির ক্লাস ওয়ান কনট্রাক্টর বলে পরিচয় দেয়। কিন্তু তাতে তদন্তকারীদের সন্দেহ যায়নি, পুলিশি নজরদারি শুরু হতেই ফাঁস হয়ে যায় আসল কথা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement