বিহারের ২ শীর্ষ মাওবাদী নেতার ৬৮ লক্ষ টাকার সম্পত্তি ক্রোক করল ইডি
নয়াদিল্লি: ২ শীর্ষ মাওবাদী নেতার নামে থাকা প্রায় ৬৮ লক্ষ টাকার সম্পত্তি ক্রোক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এই নিয়ে দ্বিতীয়বার, শীর্ষ মাওবাদী নেতৃত্বের সম্পত্তি ক্রোক করল ইডি। এর আগে, গতমাসে ঝাড়খণ্ডের মাওবাদী-কমান্ডার সন্দীপ যাদবের প্রায় ৮৬ লক্ষ টাকার সম্পত্তি ক্রোক করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এবার, সম্পর্কে ভাই বিহারের মাওবাদী নেতা—প্রদ্যুম্ন শর্মা ও প্রমোদ শর্মার বিরুদ্ধে অভিযান চালায় ইডি। মূলত, এই দুজনের বিরুদ্ধে ৬৭টি এফআইআর ও চার্জশিট দাখিল করে রাজ্য পুলিশ। সেই প্রেক্ষিতেই দুজনের বিরুদ্ধে তছরুপ রোধ আইনের ধারাতে মামলা দায়ের করে ইডি।
উল্লেখ্য, মাওবাদীদের অর্থ জোগানের রাস্তা বন্ধ করতে এবার নিরাপত্তাবাহিনী, পুলিশ ও এনআইএ-র পাশাপাশি আর্থিক তছরুপ রোধ আইনে ব্যবস্থাগ্রহণ করছে ইডি। সেই প্রেক্ষিতেই মাওবাদী নেতাদের নামে থাকা ও বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করার পন্থা অবলম্বন করছে ইডি।
ইডি জানিয়েছে, দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা, অস্ত্র আইন, বিস্ফোরক পদার্থ আইন এবং বেআইনি কার্যকলাপ রোধ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। সেখানে তোলা আদায়, অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা, হত্যার চেষ্টা, জুলুম সহ একাধিক অভিযোগ আনা হয়।
ইডি আরও জানিয়েছে, প্রদ্যুম্নর বিভিন্ন ছদ্মনাম ছিল। যেমন—কুন্দনজি, লালহা, সাকেত, অনিশজি। বিহার-ঝাড়খণ্ডে মগধ জোনের বিশেষ এরিয়া কমিটির ভারপ্রাপ্ত নেতা প্রদ্যুম্ন। অন্যদিকে, বানোয়ার সাব-এরিয়া জোনাল কমিটির সচিব পদে রয়েছে প্রমোদ।
ইডি জানিয়েছে, তদন্তে উঠে এসেছে যে অপরাধের মাধ্যমে আসা বিপুল পরিমাণ অর্থ ছেলেমেয়েদের পড়াশোনার পিছনে খরচ করে প্রদ্যুম্ন ও প্রমোদ। যেমন মেডিক্যাল কলেজে প্রমোদের মেয়ের ভর্তি হোক বা কোটা ও পটনার কোচিং সেন্টারে যথাক্রমে ছেলে ও মেয়েকে দিতে প্রচুর খরচ করেছেন প্রদ্যুম্ন।