আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত কার্তি-কে জোর বাগের বাড়ি ছাড়ার নোটিশ ইডি-র, পাল্টা চ্যালেঞ্জ চিদম্বরম পুত্রের
২০১৭ সালের ১৫ মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কার্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
নয়াদিল্লি: বুধবার আইএনএক্স মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে জোর বাঘের বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করলেন কার্তি। চিদম্বরম পুত্র কার্তির দাবি, বিচারাধীন বিষয়ে, যেখানে এখনও ফয়সলা হয়নি, সেখানে বাড়ি খালি করার নির্দেশ দিয়ে আইন ভেঙেছে ইডি।
বুধবার কার্তিকে দিল্লির জোর বাঘের বাড়ি খালি করার নোটিশ দেওয়া হয়। প্রসঙ্গত, গত বছর ১০ অক্টোবর নয়াদিল্লির (৩) ১৭২-এর ১১৫-এ ব্লকের এই বাড়িকে তদন্তের অন্তর্গত করে ইডি। বুধবার ইডি যে নোটিশ কার্তির বাড়িতে পাঠায়, তাতে বলা হয়, ১০ দিনের মধ্যে ওই বাড়ি খালি করে তা ইডি-কে হস্তান্তরিত করতে হবে। সূত্রের খবর অনুযায়ী, এই স্থাবর সম্পত্তির যৌথ মালিক কার্তি এবং তাঁর মা নলিনি চিদম্বরম।
উল্লেখ্য, তামিলনাড়ু থেকে জয়ী সাংসদ কার্তি চিদম্বরম এই মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন। ২০১৭ সালের ১৫ মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কার্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ২০০৭ সালে পি চিদম্বরম কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কার্তির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। সেই সূত্র ধরেই ইডি তাঁর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ দায়ের করে।