এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
অপরাধী রাজনীতিকরা কখনও ভোটে দাঁড়াতে পারবেন না, সুপ্রিম কোর্টে দাবি করল নির্বাচন কমিশন
নয়াদিল্লি: আদালতে দোষী সাব্যস্ত রাজনীতিকরা যাতে আর কখনও ভোটে দাঁড়াতে না পারেন, এমন আইন চায় নির্বাচন কমিশন। এ জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে তারা। রাজনীতিক, সরকারি আমলা ও বিচারবিভাগের সঙ্গে যুক্তদের ওপর চলা মামলার তাড়াতাড়ি নিষ্পত্তি চেয়ে তারা বিশেষ আদালতও দাবি করেছে।
জনস্বার্থ মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করেন অশ্বিনী কুমার উপাধ্যায় নামে জনৈক বিজেপি নেতা, যিনি পেশায় আইনজীবী। দাবি করেন, আদালতে দোষী সাব্যস্ত এমন কেউ যেন ভোট, সরকারি কাজ ও বিচারবিভাগে কখনও নিযুক্ত না হতে পারেন। কেন্দ্র ও নির্বাচন কমিশনকেও এই মামলায় যুক্ত করেন তিনি।
তাঁর বক্তব্য ছিল, যতক্ষণ না প্রমাণিত অপরাধীদের রাজনীতি থেকে বার করে দেওয়া হচ্ছে, ততক্ষণ তা অপরাধীদের বিচরণক্ষেত্র হয়ে থাকবে। সরকারি চাকরি ও বিচারব্যবস্থার ক্ষেত্রেও একই দাবি করেন তিনি। পাশাপাশি বলেন, জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য একটি ন্যূনতম যোগ্যতা ও বয়স নির্ধারিত করা হোক।
নির্বাচন কমিশনের কাছে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে মত জানতে চাইলে তারা বলেছে, অপরাধীদের সারা জীবনের জন্য রাজনীতির আঙিনায় ঢুকতে না দেওয়ার দাবিতে সহমত পোষণ করছে তারা। তবে এ জন্য সংবিধান সংশোধন করতে হবে।
সত্যিই যদি এমন আইন পাশ হয়, তা হলে লালুপ্রসাদ যাদব, ও পি চৌতালা ও শশীকলাদের মত নেতানেত্রীরা চরম বেকায়দায় পড়বেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement