এক্সপ্লোর
Advertisement
আজ বাঁ হাতি দিবস, ডানহাতি-বাঁহাতিদের মধ্যে ভেদাভেদ মুছে দেওয়ার ডাক
মুম্বই: দীর্ঘদিন ধরে ডানহাতি এবং বাঁ হাতিদের মধ্যে পার্থক করে এই সমাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে সেই তফাত্ একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই আজ আন্তর্জাতিক বাঁ হাতি দিবস উপলক্ষে না না ধরনের অনুষ্ঠান পালনের অঙ্গীকার নিয়েছে বাঁ হাতিদের নিয়ে গঠিত একটি ফোরাম।
সেই ফোরামের এক প্রতিনিধি বলেন, হাতের পাঁচটা আঙুল সমান নয়। সেখানে কীভাবে কেউ আশা করতে পারে প্রত্যেকটা মানুষ একইভাবে, একই রকম স্বভাবের দাস হবে। বাঁ হাতি ক্লাবের প্রতিষ্ঠাতা সন্দীপ বিসনোইয়ের দাবি গবেষণা প্রমাণ করেছে, একজন ডানহাতির তুলনায় বাঁ হাতিরা অনেক বেশি বুদ্ধিমান এবং সৃষ্টিশীল। অথচ এই সমাজই একজন বাঁ হাতি মানুষকে খারাপ নজরে দেখে। কোনও বাবা-মা যদি তাঁদের বাঁহাতি সন্তানকে বাধ্য করেন ডান হাতে লিখতে, তাহলে তাঁরা আসলে তাঁদের সন্তানের ক্ষতিই করছে। প্রত্যেকেরই ভগবান দত্ত কিছু ক্ষমতা থাকে। বাঁ হাতি হওয়াটা তারই একটা অংশমাত্র। এমনকি বাঁ হাতে সিঁদুর পরা বা প্রসাদ নেওয়াতেও আপত্তি আছে এই সমাজের। অথচ এটা ভীষণই স্বাভাবিক, এরমধ্যে কুসংস্কারের কিছু নেই।
বিশ্বের বহু বিশিষ্ট খ্যাতনামা মানুষই বাঁ হাতি। মহাত্মা গাঁধী, অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, বারাক ওবামা। তাই বাঁ হাতিদের আজ তাচ্ছিল্য নয়, সম্মান করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement