রবার্ট বঢড়ার জামিনের সময়সীমা বাড়াল বিশেষ আদালত, নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন ইডির
নয়াদিল্লি: প্রিয়ঙ্কা গাঁধী বঢড়ার স্বামী রবার্ট বঢড়াকে নিজেদের হেফজতে নিয়ে জেরা করার আর্জি জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবারই বিচারক অরবিন্দ কুমারের কাছে এই আবেদন জানিয়েছে তারা। উল্লেখ্য, এই আবেদনের পরপরই রবার্ট বঢড়ার জামিনের সময়সীমা আরও বাড়াল দিল দিল্লির বিশেষ আদালত। ২৭ মার্চ থেকে বাড়িয়ে রবার্ট বঢড়াকে ১ এপ্রিল পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বলে পিটিআই সূত্রে খবর।
প্রসঙ্গত, বেআইনিভাবে অর্থপাচার ও জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত রবার্ট। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে লন্ডনে অর্থপাচার করেছেন এবং সেই টাকা দিয়ে ১২, ব্রায়ানস্টোন স্কোয়ারে ১৯ লক্ষ পাউন্ড দিয়ে সম্পত্তি কিনেছেন। এবার সেই মামলায় রবার্ট বঢড়াকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য আবেদন জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অন্যদিকে দিল্লির বিশেষ আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তি পেলেন রবার্ট। ২৭ মার্চ পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না, এই রায় আগেই জানিয়েছিল আদালত। এবার রবার্টের জামিনের সময়সীমা ১ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল দিল্লির বিশেষ আদালত।
উল্লেখ্য, প্রিয়ঙ্কা সক্রিয় রাজনীতিতে আসার পর থেকেই রবার্ট বঢড়াকে সামনে রেখে ইন্দিরা গাঁধীর নাতনির বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। একবার নয় একাধিকবার। যদিও কংগ্রেস প্রতিবারই রবার্ট বঢড়ার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগই অস্বীকার করেছে। রবার্ট বঢড়ার আইনজীবী কে টি এস তুলসিও আজ বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। এবং তিনি এও বলেন, আদালত রবার্টকে যে স্বাধীনতা দিয়েছে তার অপব্যবহার তিনি করেননি।