এক্সপ্লোর
করোনা প্রতিরোধে প্রয়োজন লকডাউন ও ১৪৪ ধারা, প্রধানমন্ত্রীর কাছে আর্জি শিল্পোদ্যোগীদের
তাঁরা প্রধানমন্ত্রীর কাছে সম্পূর্ণ লকডাউন ও ১৪৪ ধারা জারির আর্জি জানিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে চলতি সপ্তাহে বড় জমায়েত এড়ানোর লক্ষ্যেই আবেদন জানিয়েছেন তাঁরা।
নয়াদিল্লি: ভারতে নোভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই অবস্থায় কোভিড-১৯ এর মোকাবিলা রুখতে অবিলম্বে ও সুস্পষ্টভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই আর্জিই জানালেন একদল শিল্পোদ্যোগী। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে সম্পূর্ণ লকডাউন ও ১৪৪ ধারা জারির আর্জি জানিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে চলতি সপ্তাহে বড় জমায়েত এড়ানোর লক্ষ্যেই আবেদন জানিয়েছেন তাঁরা।
তাঁরা বলছেন, পরে দ্বিতীয় দফার লক ডাউনের জন্যও সরকারকে প্রস্তুত থাকতে হবে।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ট্যুইট করে আরবান কোম্পানির সহ প্রতিষ্ঠাতা অভিরাজ সিংহ ভাল বলেছেন, যে দেশগুলি (দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান) আগেভাগে ও কঠোর পদক্ষেপ নিয়েছে, সেই দেশগুলি এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইরান, ইটালি, আমেরিকার মতো দেশগুলির (যারা গড়িমসি করেছিল) থেকে ভালো সাফল্য পেয়েছে।
প্রেজেন্টেশনে বলা হয়েছে, দেশের প্রধান শহরগুলিতে আগামী ২০ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন (লোকজন বাড়িতেই থাকবেন) ও ১৪৪ ধারা জারি করা দরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
জেলার
Advertisement