এবার প্রভিডেন্ট ফান্ডের সুদেও কোপ, ০.১ শতাংশ কমে হল ৮.৫৫
নয়াদিল্লি: চাকুরীজীবিদের জন্য দুঃসংবাদ। পিপিএফের পর সুদের হার কমল ইপিএফেও। আগে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ০.১ শতাংশ কমে তা দাঁড়াল ৮.৫৫ শতাংশ।
২০১৫-১৬ অর্থবর্ষে ইপিএফে সুদের হার ছিল ৮.৮০ শতাংশ। ২০১৬-১৭ সালে ইপিএফে সুদের হার কমে হয় ৮.৬৫ শতাংশ। এবার, ২০১৭-১৮ সালে সুদের হার কমে দাঁড়াল ৮.৫৫ শতাংশ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এর সুদের হার কমিয়েছিল কেন্দ্র। আগে মিলত ৭.৮ শতাংশ। সুদ কমার পরে সেটাই নেমে আসবে ৭.৬ শতাংশে।
গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সুদ কমছে পিপিএফে। ২০১২-১৩ অর্থবর্ষে পিপিএফে সুদ মিলত ৮.৮ শতাংশ। ২০১৩-১৪, ১৪-১৫ এবং ১৫-১৬ অর্থবর্ষে সুদ দেওয়া হয় ৮.৭ শতাংশ হারে।
এরপর আরও কমে ২০১৬ সালের এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পিপিএফে সুদ ছিল ৮.১ শতাংশ। ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত সুদ হয় ৮ শতাংশ।
গত এপ্রিলে ফের কমে পিপিএফের সুদ। ২০১৭ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত পিপিএফের সুদ কমে হয়েছিল ৭.৯ শতাংশ। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সুদ কমে হয় ৭.৮ শতাংশ। নয়া সিদ্ধান্তে এবারের জানুয়ারি থেকে সেই সুদই আরও কমে মিলবে ৭.৬ শতাংশ হারে!!