ভিডিও দেখুন, 'আমি সমুদ্র, ফিরে আসব’, মহারাষ্ট্র বিধানসভায় ‘হুঙ্কার’ ফড়নবীশের
তিনি 'সমুদ্র, ঠিক ফিরে আসবেন'।
মুম্বই: সংখ্যাগরিষ্ঠ দল হলেও দ্বিতীয়বার আর ক্ষমতায় ফেরা হয়নি বিজেপির। তড়িঘড়ি শপথ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে দিলেও শেষ পর্যন্ত গদি টিকিয়ে রাখতে পারেননি দেবেন্দ্র ফড়নবীশ। শপথ নিয়ে মাত্র ৮০ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে হয়েছে তাঁকে। আর তারপরই শিবাজি পার্কে দামামা বাজিয়ে শপথ নেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি সমর্থন আদায় করে নিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ারের। আর পওয়ারের মধ্যস্থতাতেই একেবারে বিপরীত ধর্মীতে থাকা শিবসেনার সঙ্গে হাত ধরে ফেলেছে কংগ্রেসও। সব মিলিয়ে সরকার হয় জোটের। আস্থা ভোটেও সংখ্যা প্রমাণ করে বিজেপি-কে বার্তা দিয়ে শিবসেনা। ওদিকে বিরোধী দলে স্থলাভিষেক হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবীশ। আর বিরোধী আসনে বসে শুরু থেকেই সরকারে বিরুদ্ধে আক্রমণে চলে যান তিনি।
প্রথমে উদ্ধব ঠাকরে ও বাকি মন্ত্রীদের শপথ গ্রহণ পদ্ধতি নিয়ে সরব হন দেবেন্দ্র। এবার মহারাষ্ট্র বিধানসভায় কার্যত ‘হুঙ্কার’ দিয়ে বলে রাখলেন, ফিরে আসবেন। বিধানসভায় একটি শায়রি-তে দেবেন্দ্র যা বলেন তার সাংরাশ হল- জল কমে গিয়েছে বলে তীরে ঘর যেন কেউ না বাঁধে। তিনি 'সমুদ্র, ঠিক ফিরে আসবেন'।
#WATCH Former Maharashtra Chief Minister Devendra Fadnavis in state assembly, earlier today: Mera paani utarta dekh, mere kinaare par ghar mat basaa lena. Mera paani utarta dekh, mere kinaare par ghar mat basaa lena. Mai samudra hoon, laut kar wapas ayunga. pic.twitter.com/lHaNNjxPV2
— ANI (@ANI) December 1, 2019
প্রসঙ্গত, মহারাষ্ট্রের মহানাটকীয় অধ্যায় শেষ হওয়ার পরও অনেকেই মনে করেন এখনও অনেক জল গড়ানো বাকি। বঙ্গ বিজেপির নেতা সায়ন্তন বসু তো বলেই দিলেন, কর্ণাটকে বিজেপি যেভাবে ঘুরে এসেছে, মহারাষ্ট্রেও তাই হবে। যদিও বিরোধীরা বিজেপি নেতার এই কথায় আমল দিতে নারাজ।