পড়াশোনার জন্য গয়না বন্ধক রেখেছেন মা! গেম খেলে ৫০ লক্ষ টাকা জিতলেন ২০ বছরের কৃষি শ্রমিক
এ যেন রূপকথা! প্রথমে নিজের ইন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছিলেন না উত্তরপ্রদেশের দেওরানিয়া অঞ্চলের তেজ বাহাদুর সিংহ। গেম খেলে পঞ্চাশ লক্ষ টাকার মালিক তিনি।
দেওরানিয়া: এ যেন রূপকথা! প্রথমে নিজের ইন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছিলেন না উত্তরপ্রদেশের দেওরানিয়া অঞ্চলের তেজ বাহাদুর সিংহ। গেম খেলে পঞ্চাশ লক্ষ টাকার মালিক তিনি।
বাড়িতে অভাবের ছাপ স্পষ্ট। বাবা পেশায় শিক্ষক হলেও, বাড়ির অবস্থা এমনই যে পর্যাপ্ত বিদ্যুৎ নেই তেজ বাহাদুর সিংহের বাড়িতে। স্বপ্ন দেখতে বরাবর ভালোবাসে সে। আইএএস হওয়ার স্বপ্ন দেখে সে। জমিতে কৃষি শ্রমিকের কাজ করে সংসারের অভাব মেটাতে। লকডাউনের সময় টিউশন শুরু করেন।
ছেলের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে তেজকুমারের মা নিজের গয়না বন্ধক রেখেছিলেন। তেজ কুমার জানিয়েছেন তাঁর মা অনুপ্রেরণার উৎস। কিন্তু গেম খেলে তিনি যে টাকা পেয়েছেন তা দিয়েও তিনি কিছু স্বপ্ন পূরণ করতে চান। প্রথমেই মায়ের বন্ধক রাখা গয়নাগুলি ছাড়িয়ে আনতে চান। তাঁর ছোট ভাইয়ের পড়াশোনা শেষ করাতে চান। নিজেদের জন্য বাড়ি করার পরিকল্পনা রয়েছে তাঁর। আশেপাশের শিশুদের জন্য একটি স্কুল তৈরি ভাবনাও রয়েছে তেজ কুমারের।
তেজ প্রতাপ বর্তমানে পলিটেকনিক কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন। তিনি বলেছেন, ’’লকডাউনের সময় বাবা চাকরি হারিয়েছিলেন। তিনি অসুস্থও ছিলেন। এরপর পুরো পরিবারের দায়ভার আমার কাঁধে এসে পড়ে।ফলে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করি।‘‘ পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহরেও যেতে চান তেজ কুমার সিংহ। কিন্তু এতদিন বাবার উপর সংসারের যাবতীয় ভার ছিল। মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পুরো পরিবারের খরচ, পড়াশোনার খরচ চালানো সম্ভব নয়। কিন্তু এবার তাঁর কিছু স্বপ্ন পূরণ হবে বলেই আশাপ্রকাশ করেছেন তেজ বাহাদুর।