এক্সপ্লোর
নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: নিজের ৯ বছর বয়সি মেয়েকে একাধিকবার ধর্ষণ করার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল দিল্লি হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ওই ব্যক্তি। তবে বিচারপতি এস পি গর্গ ও বিচারপতি সি হরিশঙ্করের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছে, নিম্ন আদালতে ন্যায্য বিচার হয়েছে। প্রমাণের ভিত্তিতেই রায় দেওয়া হয়েছে। তাই সেই রায়ে হস্তক্ষেপ করা হবে না। স্ত্রীর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে নিজের মেয়েকে ক্রমাগত ধর্ষণ করেন ওই ব্যক্তি। কাউকে এই ঘটনার কথা না জানানোর জন্য তিনি মেয়েকে ভয়ও দেখান। মেয়েটি ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। একদিন মেয়েটির শিক্ষিকা তার দেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে প্রশ্ন করে গোটা ঘটনা জানতে পারেন। এরপর ২০১২ সালে মেয়েটির মা পুলিশে অভিযোগ করেন। ২০১৩ সালে ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়। আজ হাইকোর্ট বলেছে, ‘এই ব্যক্তির কম সাজা পাওয়ার কোনও অধিকারই নেই। নাবালিকার বাবা হিসেবে অন্যদের কু-দৃষ্টি থেকে মেয়েকে রক্ষা করা তাঁর কর্তব্য ছিল। কিন্তু সেটা না করে তিনি নিজেই অমানবিক আচরণ করলেন। মেয়েটি দীর্ঘদিন নীরবে অত্যাচার সহ্য করেছে। সে নিজে অভিযোগও করেনি। তার পক্ষে বাবার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার কোনও কারণ নেই। তার পক্ষে বাবাকে ঘৃণ্য অপরাধে ফাঁসিয়ে দেওয়া সহজ নয়। তাই এই ব্যক্তির সাজা বদলানোর দরকার নেই।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















