যে ছবি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় তা তৈরি না হওয়া ভাল, পদ্মাবত-বিতর্কে মন্তব্য দ্বিগ্বিজয়ের
ভোপাল: এমন ছবি তৈরি করাই অনুচিত যা ঐতিহাসিক ঘটনার ভিতের ওপর তৈরি নয় এবং মানুষের ভাবাবেগে আঘাত করে। পদ্মাবত-বিতর্কে এমনই মন্তব্য করলেন কংগ্রেসের প্রবীণ নেতা দ্বিগ্বিজয় সিংহ।
সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবি ঘিরে বিস্তর বিতর্ক চলছে দেশজুড়ে। ছবি মুক্তির বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ-বিক্ষোভ করছে করণী সেনা সহ বেশ কয়েকটি সংগঠন।
এই প্রেক্ষিতে দ্বিগ্বিজয় বলেন, যে ছবি একটি বিশেষ ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করে এবং যা ঐতিহাসিক প্রেক্ষাপট অনুসরণ করে না, তা তৈরি না হওয়াই বাঞ্ছনীয়।
দ্বিগ্বিজয়ের এই মন্তব্য গুরুত্বপূর্ণ কারণ, এই ইস্যুতে কংগ্রেস ছবি মুক্তির পক্ষে। বিক্ষোভকারীদের হামলা নিয়ে এদিনই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন দলের সভাপতি রাহুল গাঁধী।
টুইট্যারে তিনি লিখেছেন, শিশুদের উপর হিংসার ক্ষেত্রে কোনও যুক্তিই যথেষ্ট নয়। দুর্বলদের অস্ত্র হল হিংসা এবং ঘৃণা। বিজেপি ঘৃণা এবং হিংসার মাধ্যমে আমাদের দেশকে আগুনের উপর দাঁড় করিয়ে দিচ্ছে।
সেই দিক দিয়ে, দ্বিগ্বিজয়ের এই মন্তব্যকে দলের লাইনের বিরুদ্ধ বলেই মনে করছেন অনেকে।