এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ঘণ্টার পর ঘণ্টা বন্ধ স্কুলের গাড়িতে, মধ্য প্রদেশে মারা গেল ৬ বছরের শিশু
ভোপাল: স্কুলের ভ্যান না আসায় একটি গাড়ি করে স্কুলে এসেছিল সে। কিন্তু বাকি সকলে নেমে গেলেও তাকে নামাতে ভুলে যান কর্মী। ৪ ঘণ্টা গাড়িতে আটকে ছিল সে, শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। অবশেষে গতকাল হাসপাতালে তার মৃত্যু হয়।
মধ্য প্রদেশের হোসাঙ্গাবাদ জেলার দোলারিয়া এলাকায় এভাবেই মারা গিয়েছে ৬ বছরের নৈতিক গৌড়। ২০ তারিখ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে, গতকাল মারা যায় সে।
নৈতিক পড়ত দোলারিয়ার সাই ইন্টারন্যাশনাল স্কুলে। স্কুলের ডিরেক্টন নীতিন গৌড় সম্পর্কে তাদের পরিবারের আত্মীয়। স্কুল ভ্যান না আসায় নীতিনই ছেলেটিকে স্কুলে নিয়ে আসেন, গাড়িতে ছিলেন কয়েকজন শিক্ষকও। অভিযোগ, সকলে সময়মত গাড়ি থেকে নেমে যান, ভুলে যান ছোট্ট নৈতিকের কথা।
নীতিনও স্বীকার করে নিয়েছেন, গাড়ি থেকে নৈতিককে নামাতে ভুলে গিয়েছিলেন তাঁরা। তিনি বলেছেন, একজন কর্মী ছেলেটিকে অন্যদিন স্কুলে ঢুকিয়ে দেন। কিন্তু সেদিন ভুলে গিয়েছিলেন তিনি।
এরপর নীতিন গাড়িটি লক করে হোসাঙ্গাবাদ চলে যান, ভেতরে থেকে যায় নৈতিক। ৪ ঘণ্টা পর যখন গাড়ির দরজা খুলে তাকে উদ্ধার করা হয়, ততক্ষণে সে অজ্ঞান হয়ে গিয়েছে, শুরু হয়েছে শ্বাসকষ্ট।
হোসাঙ্গাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, পরিস্থিতি খারাপ হলে সেখান থেকে ভোপালের হাসপাতালে। তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।
নৈতিকের বাবা সুরেন্দ্র পেশায় কৃষক। তাঁর অভিযোগ, স্কুলের অবহেলাতেই তাঁর ছেলের প্রাণ গিয়েছে, তিনি এর শেষ দেখে ছাড়বেন। তিনি বলেছেন, স্কুল ডিরেক্টর তাঁর আত্মীয় হওয়ায় মামলা তুলে নিতে পারিবারিক চাপ রয়েছে কিন্তু তাঁর পক্ষে নীতিনকে ক্ষমা করা সম্ভব নয়। পুলিশ যদি কিছু না করে, সিবিআই তদন্ত চাইবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement