এক্সপ্লোর
জল্পনার অবসান ঘটিয়ে জেডিইউ-তেই যোগ বিহারের প্রাক্তন ডিজিপির
জল্পনার অবসান। নীতিশ কুমারের দলেই যোগ দিলেন প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। স্বেচ্ছাবসর ঘোষণার কিছুদিনের মধ্যেই জনতা দলে(জেডিইউ) যোগ দেওয়ার এই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

পটনা: জল্পনার অবসান। আসন্ন নির্বাচনের আগে নীতিশ কুমারের দলেই যোগ দিলেন প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। স্বেচ্ছাবসর ঘোষণার কিছুদিনের মধ্যেই জনতা দলে(জেডিইউ) যোগ দেওয়ার এই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন গুপ্তেশ্বর পাণ্ডে। এই মামলাকে ঘিরেই মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের সরাসরি সংঘাত চরমে পৌঁছায়। বিহার পুলিশের পুরভাগে ছিলেন গুপ্তেশ্বর। জেলবন্দি রিয়া চক্রবর্তীকে নিয়ে ডিজির মন্তব্যেও বিতর্ক দানা বাঁধে। সূত্রের খবর, তাঁর জন্মস্থান বক্সার থেকেই আসন্ন বিহার নির্বাচনে লড়বেন তিনি। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গুপ্তেশ্বর পাণ্ডের সাক্ষাৎকারকে কেন্দ্র করেই শুরু হয়েছিল রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা। যদিও সেদিন সব জল্পনাকে অস্বীকার করেছিলেন প্রাক্তন ডিজিপি। তাঁর স্বেচ্ছা অবসরের কারণ হিসাবেও রাজনীতিতে যোগ দেওয়ার কথাই মনে করা হচ্ছিল। সমস্ত জল্পনা সত্যি করে নীতিশ কুমারের দলেই নাম লেখালেন গুপ্তেশ্বর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















