এক্সপ্লোর
Advertisement
কংগ্রেসে ফিরলেন প্রাক্তন বিজেপি সাংসদ নানা পাটোলে
নয়াদিল্লি: কংগ্রেসে ফিরলেন মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপি সাংসদ নানা পাটোলে। কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি সংক্রান্ত বিষয়গুলিতে নজর দিচ্ছে না বলে অভিযোগ করে গত মাসেই লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন পাটোলে। আজ তিনি বলেছেন, ‘আমি কংগ্রেসে যোগ দিয়েছি। জাতীয় বা রাজ্যস্তরে দল আমাকে যে দায়িত্ব দেবে, সেটাই আমি পালন করব।’
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন পাটোলে। কিন্তু গত ৮ ডিসেম্বর তিনি বিজেপি ছাড়ার কথা জানান। তার পরের দিনই গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ করা হয়। রাহুল গাঁধীর সঙ্গে নির্বাচনী প্রচারেও দেখা যায় পাটোলেকে। ফলে তাঁর কংগ্রেসে ফেরা সময়ের অপেক্ষা বলেই মনে করছিল রাজনৈতিক মহল। এ মাসের তিন তারিখ তিনি কংগ্রেসে ফিরেছেন বলে জানা গিয়েছে।
Congress President Rahul Gandhi warmly welcomes Mr Nana Patole, Ex-MP from BJP, to the Congress family. pic.twitter.com/LZpHtlBS6Q
— Congress (@INCIndia) January 11, 2018
পাটোলেকে দলে স্বাগত জানিয়ে মহারাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক মোহন প্রকাশ বলেছেন, ‘বিজেপি-তে থাকার সময়ও রাহুল গাঁধীর সুরেই বিভিন্ন বিষয়ে কথা বলতেন পাটোলে। তিনি ফেরায় দল শক্তিশালী হবে।’ কংগ্রেস সূত্রে খবর, নিঃশর্তেই দলে ফিরেছেন পাটোলে। কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইটারে রাহুলের সঙ্গে পাটোলের একটি ছবি পোস্ট করে তাঁকে দলে স্বাগত জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement