এক্সপ্লোর
Advertisement
বাজেটে বঞ্চনার অভিযোগে সংসদে অন্ধ্রের টিডিপি-র বিক্ষোভ, বিশেষ প্যাকেজের সূত্র বেরচ্ছে, জানালেন জেটলি
নয়াদিল্লি: মঙ্গলবার দুবার লোকসভা অধিবেশন মুলতুবি হয় লোকসভা, তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও ওয়াইএসআর কংগ্রেস সাংসদের লাগাতার বিক্ষোভে। টিডিপি নরেন্দ্র মোদীর এনডিএ সরকারের শরিক। তাঁদের অভিযোগ, এবারের সাধারণ বাজেটে বঞ্চনা করা হয়েছে অন্ধ্রপ্রদেশের প্রতি, কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি। এ নিয়ে টিডিপি, বিজেপির সম্পর্কে টানাপড়েন চলছে। আজ সভার ওয়েলে নেমে 'আমরা ন্যয়বিচার চাই', 'অন্ধ্রের যন্ত্রণা বোঝার চেষ্টা করো', 'অন্ধ্রের বিশেষ মর্যাদা চাই', 'রেলওয়ে জোন ঘোষণা করো' প্রভৃতি স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান রাজ্যের এমপিরা। রাজ্যের জন্য যথেষ্ট অর্থবরাদ্দ, প্রকল্প ঘোষণার দাবি করেন তাঁরা।
স্পিকার সুমিত্রা মহাজন বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়্গেকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বলতে বলার পরই বিক্ষোভ শুরু হয়। খাড়্গেও অন্ধ্রের ন্যায্য দাবিদাওয়া সরকারের রূপায়ণ করা উচিত বলে অভিমত জানান।
কংগ্রেস সাংসদরা স্পিকারকে বলেন, তিনি প্রতিবাদী অন্ধ্র সাংসদদের বলুন, তাঁরা যাতে তাঁদের নেতাদের মুখের সামনে থেকে প্ল্যাকার্ড সরিয়ে নেন। স্পিকার তখন কংগ্রেস সদস্যদের বলেন, এবার বুঝুন। আপনারাও এমনটা করে থাকেন। স্পিকার খাড়্গেকে আসনে ফিরে যেতে বললে তিনি বিস্ময়ের সুরে বলেন, প্রধানমন্ত্রীও একই পরিস্থিতিতে পড়লে তাঁকেও কি স্পিকার একই কথা বলতেন!
তবে বিক্ষোভরত অন্ধ্রপ্রদেশ সাংসদদের আলোচনা হতে দেওয়ার অনুরোধ করে সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার বলেন, ওঁদের দাবিগুলি খুবই স্পর্শকাতর। প্রধানমন্ত্রী ও ভারত সরকার অন্ধ্রের পরিস্থিতির ব্যাপারে সাবধানী। তাই দাবিগুলি খতিয়ে দেখা হবে।
এরই রেশ ধরে অন্ধ্রকে বিশেষ প্যাকেজের আওতায় অর্থ দেওয়ার জন্য কোনও সূত্র বের করা হবে বলে সংসদের দুই কক্ষেই জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি অন্ধ্রের জনপ্রতিনিধিদের আশঙ্কা কাটানোর চেষ্টা করেন। টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস, কংগ্রেস এমপিরা গত দুদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, অন্ধ্র প্রদেশ পুনর্গঠন আইনের রূপায়ণ হচ্ছে না। সরকার অন্ধ্র ভেঙে তেলঙ্গানা তৈরি হওয়ার সময় দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করুক। বিশেষ আর্থিক প্যাকেজ চাই।
এ ব্যাপারেই জেটলি বলেন, বিকল্প মেকানিজমে কীভাবে টাকা দেওয়া যেতে পারে, সেই সূত্র বের করা হচ্ছে। আমি ব্যয় সংক্রান্ত সচিবকে বলেছি যাতে তিনি অন্ধ্রের অর্থ সচিবকে ইতিমধ্যে নয়াদিল্লিকে ডেকে পদ্ধতিগত নিয়মকানুন চূড়ান্ত করে ফেলেন যাতে বিষয়টি রূপায়ণ করা যায়। রাজ্যসভায় তিনি এ কথা বলেন। সেখানেও ওয়েলে নেমে বিক্ষোভ হয় অন্ধ্রের এমপিদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement