গুজরাত: মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু রাহুলের, কটাক্ষ বিজেপির
![গুজরাত: মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু রাহুলের, কটাক্ষ বিজেপির Gandhi In Poll Bound Gujarat Offers Prayers At Dwarkadhish Temple Bjp Attacks গুজরাত: মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু রাহুলের, কটাক্ষ বিজেপির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/25175226/rahul-gujarat-2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দ্বারকা (গুজরাত): বিখ্যাত দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনা করে গুজরাতে নির্বাচনী প্রচার শুরু করলেন রাহুল গাঁধী।
চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন হবে গুজরাতে। রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চল থেকেই নির্বাচনী প্রচার শুরু করার সিদ্ধান্ত নেন কংগ্রেস সহ-সভাপতি। সোমবার, মিঠাপুর বিমানবন্দরে অবতরণ করে সোজা দ্বারকাধীশ মন্দিরে পুজো দেন তিনি। তাঁকে সঙ্গ দেন গুজরাতের প্রদেশ সভাপতি ভরতসিংহ সোলাঙ্কি, রাজ্যের ভারপ্রাপ্ত নেতা অশোক গহলৌত।
দলীয় সূত্রে খবর, নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে প্রথমে দ্বারকার কয়েকটি গ্রামে যাবেন রাহুল। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। সেখান থেকে যাবেন হাঁজরাপার। জানা গিয়েছে, এখানে গরুর গাড়ি করে প্রচার চালাবেন তিনি। এখানে, গ্রাম সভার মাধ্যমে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন কং সহ-সভাপতি। এর জন্য বহু খাটিয়ার ব্যবস্থা করা হয়েছে।
দ্বারকা থেকে জামনগর যাওয়ার পথেও এদিন বিভিন্ন জায়গায় কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন রাহুল। জামনগরে, ব্যবসায়ী ও বণিকদের সঙ্গে বৈঠক করবেন কথা বলবেন তিনি। আগামীকাল, সড়কপথে ধ্রোল ও টঙ্করা যাবেন রাহুল। সেখান থেকে রাজকোট। সেখানে স্থানীয় দুগ্ধ ব্যবসায়ী ও কো-অপারেটিভ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর সন্ধ্যেবেলা ব্যবসায়িক সংগঠনের সঙ্গে বৈঠক।
বুধবার অর্থাৎ শেষ দিন রাহুল চোটিলা, জসদান, বীরপুর, জেতপুর সহ বিভিন্ন শহর হয়ে কাগবড় গ্রামের খোড়াল ধামে তাঁর প্রচারপর্ব শেষ করবেন। দলীয় সূত্রে খবর, পরবর্তী অধ্যায়ে রাজ্যের উত্তর, মধ্য ও দক্ষিণ প্রান্তে প্রচার করবেন কং সহ-সভাপতি। এদিকে, রাহুলের এই প্রচারকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এদিন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানান, রাহুলের এই সফর প্রমাণ করছে, গুজরাতে কংগ্রেসের কোনও ‘বিশ্বাসযোগ্য’ নেতা নেই। তাঁর আশা, আসন্ন নির্বাচনে বিজেপি ১৫০-র বেশি আসন পাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)