Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?
ABP Ananda LIVE: VVIP-রা বিমানে-চার্টার্ড ফ্লাইটে যাচ্ছেন, দামি তাঁবুতে থাকছেন, নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন। কিন্তু সাধারণ মানুষের দিকে নজর কোথায়? তাদেরই কেন কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে প্রাণ দিতে হয়, তাঁদেরই কেন ট্রেনে চাপতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে? গতকালের ঘটনার পর ফের জোরালো হয়ে উঠল এই প্রশ্নটাই।
'সংবিধান, সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল': শুভেন্দু
'সংবিধান, সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল' । 'সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে' । 'সশস্ত্র পুলিশ, আইপিএস-দের দিয়ে পুজো করাতে হয়েছে' । 'সরস্বতী পুজোয় বাধাদান নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলাম' । 'সোমবার স্বরাষ্ট্র দফতরের দিন, চার বছর হতে চলল মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী কোনও প্রশ্ন নেন না' । 'সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি' । 'বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে' । 'বিধানসভায় আজ না আসা সত্ত্বেও বিশ্বনাথ কারক সাসপেন্ড' । 'ওয়েলে না নামা সত্ত্বেও বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল সাসপেন্ড' । 'বিরোধী দলনেতা না থাকলে, মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি' । কাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিধানসভার গেটে বক্তৃতা দেবেন বিরোধী দলনেতা' । 'এই রাজ্য সরকার আনসারুল বাংলার সরকার', মন্তব্য শুভেন্দুর

















