এক্সপ্লোর
পড়ুয়া গণধর্ষণের জের, মধ্যপ্রদেশে সব কোচিং সেন্টার রাত ৮টায় বন্ধ করে দিতে নির্দেশ

নয়াদিল্লি: রাত ৮টার মধ্যে বন্ধ করে দিতে হবে সব বেসরকারি কোচিং সেন্টার, পড়াশোনা তার মধ্যেই গুটিয়ে ফেলতে হবে। তারপরও যদি সেন্টার খোলা থাকে, তবে পড়ুয়াদের নিরাপদে বাড়ি ফেরানোর দায়িত্ব নিতে হবে তার কর্তৃপক্ষকে। কোচিং সেন্টার থেকে রাতে বাড়ি ফেরার পথে ১৯ বছরের ছাত্রীর গণধর্ষণের পর এমনই নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার। ৩১ অক্টোবর রাতে কোচিং ক্লাস সেরে বাড়ি ফিরছিল মেয়েটি। তাকে অপহরণ করে হবিবগঞ্জ স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে চার মদ্যপ। এ নিয়ে তুমুল শোরগোল হচ্ছে। জিআরপি তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে, ফেরার চতুর্থজন। মেয়েটিকে নাকি এফআইআর দায়ের করতে একাধিক থানায় ঘুরতে হয়েছে। সব জায়গা থেকেই তাকে বলা হয়, অপরাধস্থল তাদের এক্তিয়ারের এলাকার মধ্যে নয়। ঘটনার দুদিন বাদে সে এফআইআর রুজু করে। রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপক জোশী জানিয়েছেন, শীঘ্রই প্রাইভেট কোচিং সেন্টার চালানো লোকজনের সঙ্গে কথা বলবেন। তাঁদের বলা হবে, রাত ৮টার পর সেন্টার খোলা রাখতে চাইলে পড়ুয়াদের নিরাপত্তার দিকে নজর দিতে হবে তাঁদের। স্মার্টফোন ব্যবহার করে পড়ুয়াদের ওপর খেয়াল রাখতে পারেন সেন্টারের পরিচালক, মালিকরা। আমাদের আইটি দল বলেছে, স্মার্ট ফোনে ছাত্রছাত্রীরা রাত ৮টার পর কোথায়, কী অবস্থায় আছে, তার খেয়াল রাখা কঠিন ব্যাপার নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















