এক্সপ্লোর
Advertisement
তালপাতায় লেখা বাংলা ভাষায় মহাভারত সহ প্রাচীন পাণ্ডুলিপির সংরক্ষণ করছে গীতা প্রেস
২৬০০ দুর্লভ পাণ্ডুলিপি ও গ্রন্থের সংরক্ষণ করছে গীতা প্রেস। এরমধ্যে উল্লেখযোগ্য, তালপাতায় বাংলা ভাষায় লেখা মহাভারত। এছাড়াও হাতে তৈরি কাগজে লেখা নীলকণ্ঠী টিকা সহ ২৬০০-র বেশি পাণ্ডুলিপিকে উইয়ের আক্রমণ থেকে বাঁচাতে সেগুলির রাসায়নিক সংরক্ষণ করা হচ্ছে।
গোরক্ষপুর: ২৬০০ দুর্লভ পাণ্ডুলিপি ও গ্রন্থের সংরক্ষণ করছে গীতা প্রেস। এরমধ্যে উল্লেখযোগ্য, তালপাতায় বাংলা ভাষায় লেখা মহাভারত। এছাড়াও হাতে তৈরি কাগজে লেখা নীলকণ্ঠী টিকা সহ ২৬০০-র বেশি পাণ্ডুলিপিকে উইয়ের আক্রমণ থেকে বাঁচাতে সেগুলির রাসায়নিক সংরক্ষণ করা হচ্ছে।
এ জন্য ১৫ লক্ষ টাকা খরচ করে অ্যাসিড ফ্রি আলমারিতে এই পাণ্ডুলিপিগুলিকে অ্যাসিড ফ্রি কাপড় ও কাগজে সংরক্ষিত করে রাখা হচ্ছে। গোরক্ষপুরের গীতা প্রেস অমূল্য প্রাচীন এই পাণ্ডুলিপিগুলির আয়ু বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। গীতা প্রেসের কাছে গীতা, শ্রীরামচরিত মানস, মহাভারত, বেদ-বেদাঙ্গ সহ অনেক দুর্লভ প্রাচীন পুঁথি রয়েছে। এরমধ্যে অনেকগুলির রাসায়নিক সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলির জন্য কাজ চলছে।
গীতা প্রেসের পুস্তকালয়ের ইনচার্জ হরিরাম ত্রিপাঠী বলেছেন, পাণ্ডুলিপিগুলির সংরক্ষণের জন্য ফিউমিগেশন পদ্ধতিতে রাসায়নিকের সংস্পর্শে নিয়ে আসা হয়। এরপর অ্যাসিড-ফ্রি কাগজে জড়িয়ে সেগুলিকে অ্যাসিড ফ্রি লাল কাপড়ে বেঁধে রাখা হচ্ছে। এরপর অ্যাসিড ফ্রি আলমারিতে রাখা হচ্ছে। এরফলে আলমারি ও পাণ্ডুলিপির কোনও ক্ষতি হবে না।
গীতা প্রেসের কাছে তালপাতায় লেখা মহাভারত, স্বর্ণাক্ষর এবং ফুল ও পাতার রসে দিয়ে চিত্রিত গীতার মতো মূল্যবান প্রাচীন সামগ্রী রয়েছে। মহাভারতের পাণ্ডুলিপি তালপাতায় বাংলাভাষায় লেখা।
গীতা প্রেসের আধিকারিক লালমণি তিওয়ারি বলেছেন, গ্রামোদ্যোগ বিভাগ লখনউ থেকে অ্যাসিড ফ্রি কাগজ ও বোর্ড চাওয়া হয়। হরিরাম ত্রিপাঠীকে লখনউ পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। গীতা প্রেস কোনও পাণ্ডুলিপিরই কার্বন ডেটিং করায়নি। তবে তালপাতায় লেখা মহাভারত কাগজ আবিষ্কারের পূর্বেকার বলে মনে করা হয়। মহাভারতের নীলকণ্ঠ টিকা ৩০০ বছরের প্রাচীন বলে জানানো হয়েছে। অন্য পাণ্ডুলিপিগুলিও প্রায় দুশো বছরের পুরানো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement