এক্সপ্লোর
Advertisement
বেঙ্কাইয়ার সঙ্গে টেলিভিশনে আলোচনা চান গোপালকৃষ্ণ গাঁধী
নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে টেলিভিশন চ্যানেলে আলোচনা চাইছেন বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধী। তিনি এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যসভা টিভির সঙ্গে কথাও বলেছেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের মতে, জাতীয় স্বার্থে এই বাক্যালাপ হলে মানুষ সচেতন হবেন এবং সাংসদরা পছন্দসই ব্যক্তিকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বেঙ্কাইয়ার জয় প্রায় নিশ্চিত। তা সত্ত্বেও লড়াই চালিয়ে যেতে চান গোপালকৃষ্ণ। তিনি বলেছেন, ‘বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক ও রাজনৈতিক পার্থক্য ভুলে তাঁকে প্রার্থী হওয়ার জন্য একান্তভাবে অনুরোধ জানিয়েছিল। সেই কারণেই তিনি প্রার্থী হয়েছেন। দেশের সাধারণতন্ত্রের মূল্যবোধ ও গণতান্ত্রিক তত্ত্বকে রক্ষা করাই তাঁদের লক্ষ্য।’
রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করলেও, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল জেডিইউ। গোপালকৃষ্ণর আশা, বিহারে ফের বিজেপি-র সঙ্গে জোট সরকার গড়লেও, এক্ষেত্রে অবস্থান বদল করবে না নীতীশ কুমারের দল। গোপালকৃষ্ণ আরও বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মীরা। এটা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ শক্তি ও সাধারণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। দেশের মানুষকে বিরোধী ঐক্যের বিষয়ে অবহিত করা সম্ভব হয়েছে। উপ-রাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধী ঐক্য বজায় থাকবে বলেই তাঁর আশা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement