(Source: Poll of Polls)
আদিত্যনাথের গোরক্ষপুর সহ তিন লোকসভা আসনে উপনির্বাচন ১১ মার্চ, জানাল কমিশন
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর ছেড়ে দেওয়া গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা আসনে উপ-নির্বাচন হতে চলেছে আগামী ১১ মার্চ। একইসঙ্গে উপ-নির্বাচন হবে বিহারের আরারিয়া লোকসভা আসনেও। শুক্রবার এই নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন।
উত্তরপ্রদেশের বিধান পরিষদে নির্বাচিত হওয়ার পর গত বছরের সেপ্টেম্বর মাসে নিজ নিজ লোকসভা কেন্দ্র থেকে ইস্তফা দেন সাংসদ আদিত্যনাথ ও মৌর্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে আসীন হন আদিত্যনাথ। সেখানে উপ-মুখ্যমন্ত্রী হন মৌর্য।
আসন্ন উপ-নির্বাচন আদিত্যনাথের পক্ষে পরীক্ষা হতে চলেছে। কারণ, তাঁর জনপ্রিয়তার পারদ কতটা রয়েছে, তা বোঝা যাবে এই উপ-নির্বাচনে। জোর জল্পনা, ফুলপুর আসন থেকে লড়তে পারেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী, যিনি গতবছর রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। যদিও, দলের তরফে এপ্রসঙ্গে কিছুই জানানো হয়নি।
অন্যদিকে, বিহারের আরারিয়া উপ-নির্বাচন নীতীশ কুমার বনাম লালুপ্রসাদ যাদবের মর্যাদার লড়াই হতে চলেছে। কারণ, কংগ্রেস ও আরজেডির হাত ছেড়ে বিজেপির সঙ্গে জোট করার পর এটাই মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশের প্রথম বড় পরীক্ষা। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশজুড়ে প্রবল মোদী-হাওয়া থাকা সত্ত্বেও এই আসনে জিতেছিলেন আরজেডি প্রার্থী মহম্মদ তাসলিমউদ্দিন। তাঁর মৃত্যুর পর থেকে এই আসনটি ফাঁকা পড়েছিল।