এক্সপ্লোর
লক্ষ্যমাত্রায় বেঁধে রাখা যায়নি, আর্থিক ঘাটতির টার্গেট ৩.৩ শতাংশ ধার্য জেটলির বাজেটে

নয়াদিল্লি: ৩১ মার্চ শেষ হতে চলা চলতি অর্থবর্ষে আর্থিক ঘাটতির হার ৩.২ শতাংশ থাকবে বলে পূর্বাভাস ছিল। তবে সেই হার তাকে ছাপিয়ে সাড়ে তিন শতাংশে দাঁড়াতে পারে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার মধ্যে আর্থিক ঘাটতির হার বেঁধে রাখতে পারেনি সরকার। আর্থিক দায়বদ্ধতা ও পরিচালন আইনে আর্থিক ঘাটতির টার্গেট রাখা হয়েছিল ৩ শতাংশ। ২০১৮-১৯ অর্থবর্ষে তাতে সংশোধন করে টার্গেট ধরা হয়েছে জিডিপি-র ৩.৩ শতাংশ। আর্থিক ঘাটতির হার কমিয়ে ফেলায় তাঁর সরকারের দায়বদ্ধতার কথা জানিয়ে জেটলি বাজেট ভাষণে বলেন, ২০১৪-১৫ য় আর্থিক ঘাটতির হার ছিল ৪.১ শতাংশ। তিনি পরের অর্থবর্ষে তা ৩.৯ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করেছেন। ২০১৬-১৭ অর্থবর্ষে এই হার আরও কমিয়ে ৩.৫ শতাংশে নামিয়ে আনার টার্গেট নেন। প্রসঙ্গত, একটি দেশের আর্থিক হাল কেমন, সেই বিচারে তার রেটিং কেমন হবে, ঋণ বাজারে তার কী অবস্থা, তাতে প্রভাব ফেলে আর্থিক ঘাটতির হার। প্রাক্তন রাজস্ব সচিব এন কে সিংহের নেতৃত্বাধীন আর্থিক দায়বদ্ধতা ও পরিচালন বোর্ড আগামী তিন বছরে আর্থিক ঘাটতির হার ৩ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















