এক্সপ্লোর
নজরে চিন, পাকিস্তান, স্বল্প মেয়াদের যুদ্ধের জন্য সেনাকেই অস্ত্র কেনার অধিকার দিল কেন্দ্র

নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। স্বল্প মেয়াদের যুদ্ধের জন্য জরুরি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার দায়িত্ব সেনাকেই দিল তারা। এর ফলে যুদ্ধের জন্য সর্বক্ষণের জন্য প্রস্তুতি নিতে সেনার সুবিধে হবে বলে জানানো হয়েছে। ভুটানের ডোকা লা নিয়ে প্রায় এক মাস ধরে ভারত-চিন অচলাবস্থা চলছে। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরেই তলানিতে। চিন তো নিয়মিত প্রচ্ছন্নভাবে যুদ্ধের হুমকিও দিচ্ছে। এই পরিস্থিতিতে সেনার যুদ্ধ প্রস্তুতির যেটুকু যা ফাঁকফোকর, তা ভরাটের দায়িত্ব সেনার হাতেই তুলে দেওয়া সমীচীন মনে করেছে কেন্দ্র। জানা গিয়েছে, সরকার এ বিষয়ে যাবতীয় দায়িত্ব দিয়েছে সেনাবাহিনীর উপ প্রধানকে। প্রয়োজনীয় গোলাবারুদ ছাড়াও দশ ধরনের অস্ত্রশস্ত্রের যন্ত্রাংশ য়হ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হয়েছে তাঁকে। এই সব অস্ত্রশস্ত্রের জন্য খরচ পৌঁছতে পারে ৪০,০০০ কোটি টাকা পর্যন্ত। গত সেপ্টেম্বরে উরি সন্ত্রাসের পর সেনার অস্ত্রভাণ্ডার পর্যালোচনা করে দেখা যায়, স্বল্প মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুতিতে কিছু ফাঁকফোকর রয়েছে। এরপরই সেনার উপ প্রধানকে নির্দেশ দেওয়া হয়, নিয়মিতভাবে অস্ত্রভাণ্ডারের পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে। সেনা দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে বলে আসছিল, দেশের নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তিত পরিস্থিতির জেরে প্রতিরক্ষাগত ফাঁকফোকর ভরানোয় নজর দেওয়া হোক। তারা খুশি, অবশেষে সেই দিকে পদক্ষেপ করেছে কেন্দ্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















