এক্সপ্লোর
Advertisement
তীব্র দাবদাহ, ১১-৩ টে ঘরেই থাকতে পরামর্শ ওড়িশায়
ভুবনেশ্বর ও হায়দরাবাদ: প্রচণ্ড দাবদাহে নাজেহাল দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তেলঙ্গানায় এখনও পর্যন্ত গরমের বলি ৪৯। গত পনেরোদিন ধরে এখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে।
বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, গরমের প্রভাবে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহবুবনগর জেলায়। সেখানে মৃতের সংখ্যা ৩৯।
সান স্ট্রোকে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মাথাপিছু ৫০,০০০ টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। স্কুলগুলিতে ছুটিও ঘোষণা করেছে সরকার। বিপদকালীন অবস্থায় একটি ওয়েব পোর্টাল লঞ্চও করেছে সরকার।
এর আগেই তেলঙ্গানার ডেপুটি মুখ্যমন্ত্রী সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমানে ওআরএস রাখার নির্দেশ দিয়েছিলেন।
গরমের হাত থেকে বাঁচতে ১১ টা থেকে ৩ টে পর্যন্ত রাজ্যের বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ওড়িশা সরকার।
ক্রমশই বাড়ছে রোদের দাপট। কোনও আশার কথা শোনাতে পারছে না আবহাওয়া দফতর। ওড়িশার টিটলাগড়ে পারদ ছুঁয়েছেল ৪৮.৫ ডিগ্রি, এছাড়াও বেশ কিছু জায়গায় ৪৪ ডিগ্রিরও বেশি। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া দিনের বেলা বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার পি কে মহাপাত্র। ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত স্কুলগুলিতে। জল সরবরাহকারী কর্মীদের ছুটি বাতিল করেছে সরকার।
মহাপাত্র জানিয়েছেন, সান স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে ৫০০০০ টাকা করে সাহায্যের কথা ভেবেছে সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement