(Source: ECI/ABP News/ABP Majha)
ফোনে মহিলাকে ‘যৌন-গন্ধি’ কথা, সসীন্দ্রণের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ কেরল সরকারের
তিরুঅনন্তপুরম: রাজ্যের পরিবহণ মন্ত্রী এ কে সসীন্দ্রণের বিরুদ্ধে ওঠা যৌন-হেনস্থার অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নিল কেরল সরকার। সোমবার সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হবে তদন্তের প্রক্রিয়া। একইসঙ্গে, কোন বিচারকের অধীনে ওই তদন্ত হবে, তাও স্থির হবে সেদিন।
প্রসঙ্গত, গতকালই একটি মালায়ালি চ্যানেলে একটি অডিও টেপ ফাঁস হয়। অভিযোগ, সেখানে শোনা গিয়েছে, ফোনে এক মহিলার সঙ্গে যৌন-গন্ধি কথা বলছেন সসীন্দ্রণ।
এর কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে ইস্তফার কথা ঘোষণা করেন রাজ্যের শাসক দল এলডিএফ-এর শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা সসীন্দ্রণ।
যদিও, সসীন্দ্রণ মনে করিয়ে দেন, তাঁর পদত্যাগকে যেন অপরাধের স্বীকারোক্তি হিসেবে ধরা না হয়। তাঁর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। সঙ্গে যোগ করেন, যে কোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে তিনি রাজি।
এদিন বিজয়ন বলেন, সাধারণত, প্রাথমিক তদন্তে দোষ প্রমাণিত হলে, কেউ পদত্যাগ করেন। কিন্তু তিনি (সসীন্দ্রণ) নৈতিকভাবে নিজের পদত্যাগের সিদ্ধান্ত অটল ছিলেন।