এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের মন্ত্রী, সচিবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ গোরক্ষপুরের হাসপাতালে মৃত শিশুর বাবার
লখনউ: গোরক্ষপুরের হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ, চিকিৎসা শিক্ষামন্ত্রী আশুতোষ ট্যান্ডন ও প্রধান সচিব (স্বাস্থ্য) প্রশান্ত ত্রিবেদীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এক মৃত শিশুর বাবা। রাজভর নামে এই ব্যক্তির বাড়ি বিহারের গোপালগঞ্জে। এ মাসের ১০ তারিখ চিকিৎসার জন্য সন্তানকে ভর্তি করেন গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে। শিশুটি অক্সিজেনের অভাবে মারা গিয়েছে বলে অভিযোগ রাজভরের। তাঁর দাবি, ময়নাতদন্ত করা হয়নি। সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেন রাজভর। কিন্তু এখনও পর্যন্ত এফআইআর করা হয়নি।
উত্তরপ্রদেশ সরকার প্রথম থেকেই শিশুমৃত্যুর দায় এড়াতে ব্যস্ত। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের উপর এই ঘটনায় দায় চাপাতে চাইছে সরকার। এমনকী, অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু হয়নি বলেও দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ। তিনি বলেছেন, ‘অক্সিজেন সরবরাহ বন্ধ হয়েছিল। আমরা ব্যবস্থা নিয়েছি। ১০ অগাস্ট চিকিৎসা শিক্ষা বিভাগের ডিরেক্টর জেনারেল বিআরডি মেডিক্যাল কলেজের অক্সিজেনের জন্য অর্থ বরাদ্দ করেন। অক্সিজেন সরবরাহ যাতে বন্ধ না হয়, তার জন্য অধ্যক্ষর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। মৃত শিশুদের সংক্রমণ, অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম হয়েছিল। গোরক্ষপুরে এই রোগ আক্রান্ত বহু শিশু আসে। বিআরডি মেডিক্যাল কলেজে এই ধরনের সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা কমানোর চেষ্টা করছি। এর জন্য সময় লাগবে।’
স্বাস্থ্যমন্ত্রীর মতোই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও দাবি করেছেন, বিআরডি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রাজীব মিশ্র তাঁর দায়িত্ব পালন করেননি। অক্সিজেনের অভাবেই শিশুমৃত্য হয়েছে কি না, সেটা জানার জন্য মন্ত্রীদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement