এক্সপ্লোর
Advertisement
বিমানে কিশোরীর ‘শ্লীলতাহানি’, গ্রেফতার গুজরাতের বিজেপি নেতা
আমদাবাদ: বিমানে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গুজরাতের বিজেপি নেতা। গত ২৯ মে একটি বিমান সংস্থার গোয়া-আমদাবাদ ফ্লাইটে ১৩ বছরের একটি মেয়ের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অশোক মাকওয়ানা নামে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। মেয়েটির বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ পেশায় লেবার কন্ট্র্যাক্টর মাকওয়ানাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সর্দারনগর থানার পুলিশকর্তা ভি আর পটেল। মাকওয়ানাকে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ) (যৌন হয়রানি) ও যৌন নিগ্রহ থেকে শিশুদের রক্ষা সংক্রান্ত পকসো আইনের ১১ ও ১২ ধারায় অভিযুক্ত করা হয়েছে।
পটেল বলেছেন, বিমানযাত্রার সময় মেয়েটির সঙ্গে কেউ ছিল না। সে প্রায় মধ্যরাতে বিমানে ওঠে, রবিবার ভোরে এখানে নামে। অভিযোগ, বিমান যাত্রার মধ্যে মাকওয়ানা মেয়েটির গায়ে একাধিকবার হাত দেওয়ার চেষ্টা করেন, তার দিকে অশালীন ইঙ্গিত করেন। বাড়ি ফিরে মেয়েটি বাবা-মাকে তার সঙ্গে ঘটে যাওয়া অভব্যতার কথা জানায়। রবিবার তাঁরা ওই ফ্লাইটের অজ্ঞাতপরিচয় যাত্রীর নামে এফআইআর দায়ের করে মেয়ের ওপর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। আমরা যাত্রীদের তালিকা জোগাড় করে মাকওয়ানাকে চিহ্নিত করি।
এদিকে মাকওয়ানা তাঁদের দলের লোক, স্বীকার করেছেন বিজেপি-র গাঁধীনগর শাখার সভাপতি মহেন্দ্র পটেল। কিছুদিন আগে মাকওয়ানাকে তাঁদের শাখার সহ সভাপতি পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি নানা কাজে ব্যস্ত থাকার জন্য তা গ্রহণ করেননি বলে জানান পটেল।
এদিকে মাকওয়ানার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন গুজরাত প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কে সি পটেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement