এক্সপ্লোর
Advertisement
২০১৪ লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপি-র ভোট কমে ৪৯%, কংগ্রেসের বেড়ে হল ৪১%
নয়াদিল্লি: ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় গুজরাতে বিজেপি-র প্রাপ্ত ভোট প্রায় ১১ শতাংশ কমে গেল। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, বিজেপি এবার ৪৯.১ শতাংশ ভোট পেয়েছে। ২০১৪ সালে যা ছিল প্রায় ৬০ শতাংশ। অন্যদিকে, কংগ্রেসের প্রাপ্ত ভোট ১২ শতাংশ বেড়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে গুজরাতে ৩৩ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। এবার তাদের ভোট বেড়ে হয়েছে ৪১.৪ শতাংশ। তবে তাতেও বিজেপি-র চেয়ে ৭.৭ শতাংশ কম ভোট পেয়েছে কংগ্রেস।
২০১৪ সালের তুলনায় গুজরাতে বিজেপি-র প্রাপ্ত ভোট কমলেও, ২০১২ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ভোট বেড়েছে। গুজরাতে গত বিধানসভা নির্বাচনে প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। এবার সেটা এক শতাংশ বেড়েছে। একইভাবে ২০১২ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এবার কংগ্রেসেরও ভোট বেড়েছে। গতবার কংগ্রেস পেয়েছিল ৩৯ শতাংশ ভোট।
এর আগে ২০০৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল যথাক্রমে ৪৯.১২ শতাংশ ও ৩৯.৬৩ শতাংশ। ২০০২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের চেয়ে ১০.৪ শতাংশ বেশি ভোট পেয়েছিল বিজেপি।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী হাওয়ায় ভর করে অন্যান্য রাজ্যের মতো গুজরাতেও দারুণ ফল করেছিল বিজেপি। তবে এবার তার তুলনায় খারাপ ফল হয়েছে। গুজরাতে এবার নির্দল প্রার্থীদের পক্ষে গিয়েছে ৪.৩ শতাংশ ভোট। নোটায় ভোট পড়েছে ১.৮ শতাংশ। বিজেপি ও কংগ্রেস ছাড়া অন্য কোনও দল এক শতাংশও ভোট পায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement