এক্সপ্লোর
Advertisement
'নবরাত্রিতে বন্ধ হোক জমায়েত', গুজরাতের মুখ্যমন্ত্রীকে আর্জি আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোশিয়েসানের
করোনা পরিস্থিতিতে বন্ধ করা হোক নবরাত্রি পালন। গুজরাতের মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়ে চিঠি আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোশিয়েসানের। যদিও রাজ্য সরকার অন্যান্যবারের মতই উৎসব চলতে দেবে বলে শোনা যাচ্ছে।
গাঁধীনগর: করোনা পরিস্থিতিতে বন্ধ করা হোক নবরাত্রি পালন। গুজরাতের মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়ে চিঠি আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোশিয়েসানের। যদিও রাজ্য সরকার অন্যান্যবারের মতই উৎসব চলতে দেবে বলে শোনা যাচ্ছে।
ক্রমেই খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থায় নবরাত্রি পালন হলে জমায়েত আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাই বিজয় রুপানির কাছে আর্জি জানিয়েছে ভারতীয় মেডিক্যাল অ্যাসোশিয়েসানের শাখা আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোশিয়েসান। সংস্থার প্রধান চিকিৎসক মোনা দেশাই চিঠিতে লেখেন, 'সামনেই নবরাত্রি। কোভিড পরিস্থিতি সঙ্গে আমরা চিকিৎসকরা দিনরাত লড়াই করছি। এই পরিস্থিতিতে কখনোই সামাজিক জমায়েত হতে দেওয়া যায় না। সরকারের নিয়ে এই বিষয়ে বিধিনিষেধ জারি করা উচিত। সমস্ত মানুষেরও উচিত তা মেনে চলা।'
'এর আগে ঈদ, রথযাত্রা বা গণেশ উৎসবের সময়ও বহু বিধিনিষেধ জারি করেছিল সরকার। এর ফলে কোভিড সংক্রমণ কিছুটা হলেও রোধ করা সম্ভব হয়েছিল। আমরা আর্জি জানাচ্ছি নবরাত্রিতেও এমন কিছু পদক্ষেপ নেওয়া হোক।' চিঠিতে যোগ করেন মোনা।
এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি রূপানি সরকার। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে নবরাত্রির বিখ্যাত গরবা নাচের উৎসব ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে অনেক সংস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement