এক্সপ্লোর
আজ গুজরাত দিবস, জেনে নেওয়া যাক, কীভাবে গঠিত হল এই রাজ্য
প্রতি বছর ১ মে পালিত হয় গুজরাত দিবস। এই দিনই গুজরাত রাজ্য প্রতিষ্ঠার দিন। ১৯৬০-এর ১ মে গঠিত হয়েছিল গুজরাত রাজ্য। এক ঝলকে গুজরাত রাজ্যের কিছু তথ্য।

নয়াদিল্লি: প্রতি বছর ১ মে পালিত হয় গুজরাত দিবস। এই দিনই গুজরাত রাজ্য প্রতিষ্ঠার দিন। ১৯৬০-এর ১ মে গঠিত হয়েছিল গুজরাত রাজ্য। এক ঝলকে গুজরাত রাজ্যের কিছু তথ্য। গুজারা থেকে গুজরাত নামটি এসেছে। গুজারা অর্থাত্ গুজ্জরদের বাসভূমি। প্রাচীনকাল থেকেই রয়েছে গুজরাতের অস্তিত্ত্ব। পুরাণে রয়েছে কৃষ্ণ পশ্চিম উপকূলের সৌরাষ্ট্রে এসে রাজত্ব গড়ে তুলেছিলেন। পরে যা পরিচিত হয় দ্বারকা নামে। গুজরাত মৌর্য্য, গুপ্ত, প্রতিহার ও আরও বিভিন্ন রাজবংশের শাসন দেখেছে। সুলতানি ও মুঘল আমল পেরিয়ে ভারতের অন্যান্য অংশের মতো গুজরাতেও ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার আগে গুজরাতে ব্রিটিশ ও দেশীয় রাজ্য শাসনাধীন অঞ্চলে বিভক্ত ছিল।স্বাধীনতার পর রজ্য পুণর্গঠনের সময় সৌরাষ্ট্র, কেন্দ্রশাসিত অঞ্চল কচ্ছ এলাকা ও প্রাক্তন ব্রিটিশ গুজরাত দেশের বৃহত্তম দ্বিভাষিক রাজ্য বোম্বের অন্তর্ভূক্ত হয়। বর্তমান গুজরাত রাজ্য গঠিত হয় ১৯৬০-এর ১ মে। ১৯৫৬-র রাজ্য পুণর্গঠন আইন অনুযায়ী ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুণর্বিন্যাস করা হয়। এতে মরাঠি ও গুজারাতিদের একই রাজ্যের অন্তর্ভূক্ত করা হয়। এরপর দ্বিভাষিক বম্বে রাজ্য ভেঙে গুজরাতিভাষীদের জন্য পৃথক রাজ্য গঠনের জন্য মহাগুজরাত আন্দোলন শুরু হয়। শেষপর্যন্ত ওই আন্দোলন সফল হয় এবং মহারাষ্ট্র ও গুজরাত রাজ্য গঠিত হয়। ১৯৫৬-র ১ নভেম্বর বম্বে রাজ্য গঠিত হয়েছিল। ১৯৬০-এর ১ মে বম্বে পুণর্গঠন আইন অনুযায়ী কুচ ও সৌরাষ্ট্র বম্বে থেকে নিয়ে গঠিত হয় গুজরাত। বম্বে রাজ্যের নাম হয় মহারাষ্ট্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















