এক্সপ্লোর
ডেরা প্রধানের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আজ রায়, অশান্তির আশঙ্কায় তটস্থ প্রশাসন, সেনা তলব
নয়াদিল্লি: ডেরা সচ্চা সৌদা প্রধান তথা স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় ঘোষণা আজ। রায় দেবে হরিয়ানার পঞ্চকুলার সিবিআই আদালত। আদালতে হাজিরা দেবেন রাম রহিম।
ইতিমধ্যেই পঞ্চকুলায় ভিড় করেছেন রাম রহিম সিংহের প্রায় দেড় লক্ষ ভক্ত। অশান্তির আশঙ্কায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ। জারি করা হয়েছে ১৪৪ ধারা। হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। ৭২ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের সঙ্গে প্রায় ১৫ হাজার আধাসামরিক জওয়ান মোতায়েন করেছে পঞ্জাব ও হরিয়ানা সরকার। চলছে পুলিশের টহলদারিও। অশান্তি ছড়ালে গ্রেফতারের পর ধৃতদের রাখার জন্য চণ্ডীগড়ে গোটা একটি স্টেডিয়ামকে বানানো হয়েছে অস্থায়ী জেল। তবে, অনুগামীদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন খোদ রাম রহিম।
সিরসায় সেনাও তলব করা হয়েছে। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সিরসায় আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য হিসার জেলা থেকে দুই কোম্পানি সেনা তলব করা হয়েছে।
ডেরার সদর দফতরের বাইকে পুলিশ ফ্ল্যাগমার্চও করছে বলে ওই আধিকারিক জানিয়েছেন।
ডেরার এক মুখপাত্র গতকাল দাবি করেছিলেন যে, তাদের সদর দফতরে কয়েক লক্ষ ভক্ত ভিড় করেছেন।
এদিকে, চণ্ডীগড়ে ঢুকলে ডেরা সচ্চা সৌদার ভক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। শহরে জারি হয়েছে ১৪৪ ধারা।
নিরাপত্তা আধিকারিকরা ডেরা ভক্তদের পাঁচকুলা ছেড়ে যাওয়ার আর্জি জানিয়েছে। রাম রহিমও তাঁর অনুগামীদের পাঁচকুলা ছেড়ে চলে যাওয়ার আর্জি জানিয়েছেন। কিন্তু এই আর্জিতে কর্ণপাত করেননি ভক্তরা। তাঁরা বিভিন্ন রাস্তায় ও পার্কে ভিড় জমিয়েছেন।
উল্লেখ্য, ২০০২-এ দুই সাধ্বীর যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে রাম রহিমের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই। যদিও ডেরার পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়।
আজ দুপুর আড়াইটে নাগাদ এই মামলার রায় ঘোষণা করতে পারে সিবিআই আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement