অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সেনাকে দেওয়ার দাবি ভিএইচপির
নয়াদিল্লি: অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বভার সেনাবাহিনীর হাতে তুলে দিতে জম্মু ও কাশ্মীর প্রশাসনের কাছে আর্জি জানাল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
এই মর্মে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল তথা শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান এন এন ভোরা এবং মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে চিঠি লেখেন।
সেখানে তিনি অনুরোধ করেন, অমরনাথ রুটের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব সেনার ওপর ছেড়ে দেওয়া হোক। এর জন্য সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ারও সওয়াল করেন তিনি।
জৈন জানান, অতীতে পূন্যার্থীদের যাত্রাপথে বিভিন্ন প্রকারের বাধাসৃষ্টি করেছে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিরা। এই প্রেক্ষিতে লেহ-কার্গিল-দ্রাস-বাতালিক রুট দিয়ে নতুন যাত্রাপথ খোলার দাবিও তোলেন তিনি।
প্রসঙ্গত, বর্তমানে অমরনাথ যাত্রা দুটি রুটে হয়। একটি বালতাল ও দ্বিতীয় পহলগাম রুটে। জৈনের দাবি, কার্গিল রুটে নিরাপত্তা অন্য রুটের তুলনায় কম লাগবে। পাশাপাশি, পূন্যার্থীরা একই দিনে দ্রাসে নেমে আসতে পারবেন।
এবছর অমরনাথ যাত্রা শুরু হবে আগামী ২৯ জুন। চলবে আগামী ৭ অগস্ট পর্যন্ত।