এক্সপ্লোর
জেনে নিন এ বছর কবে হনুমান জয়ন্তী, দিনটির মাহাত্ম্যই বা কীসে
হিন্দু মতে, এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন হনুমান। তাঁর জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী।

কলকাতা: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হনুমান জয়ন্তী। চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব। হিন্দু মতে, এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন হনুমান। তাঁর জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী। এ বছর কবে হনুমান জয়ন্তী ৮ এপ্রিল অর্থাৎ আগামী বুধবার পালিত হবে হনুমান জয়ন্তী। পূর্ণিমা শুরু হচ্ছে ৭ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার বেলা ১২.০৭ মিনিটে। পরের দিন সকাল ৮.০৪ মিনিটে ছাড়বে পূর্ণিমা। পুজোর নিয়ম এই দিন লাল কাপড় পরানো হয় হনুমানের বিগ্রহে। ফুল দিয়ে সাজানো হয়। নৈবেদ্যতে দেওয়া হয় লাড্ডু, হালুয়া ও কলা। প্রচলিত ধারণা হল, তিনটিই রামভক্ত হনুমানের প্রিয় খাদ্য। এই তিথি উপলক্ষ্যে শোভাযাত্রাও বার করা হয়। তবে করোনা ও লকডাউনের জেরে এবার কোনও ধর্মীয় শোভাযাত্রা বেরবে না। দিনটির তাৎপর্য বানররাজ কেশরী ও অঞ্জনার পুত্র হনুমান। হিন্দু পুরাণ মতে, তাঁকে বিরক্ত করায় অঞ্জনাকে বিশ্বামিত্র মুনি অভিশাপ দেন যে, তাঁর গর্ভে বানর জন্মাবে। সেই শাপমোচনের জন্য শিবের তপস্যা করেন অঞ্জনা। মহাদেব সন্তুষ্ট হন ও বর দেন যে, হনুমান রূপ ধরে তিনিই জন্মগ্রহণ করবেন অঞ্জনার গর্ভে। তাই হনুমানকে অনেকেই শিবের অবতার বলে থাকেন। আবার কারও কারও মতে, হনুমান পবনদেবতার সন্তান। তাই তাঁকে পবনপুত্রও বলা হয়। রামনবমীর ঠিক পরেই তাঁর পরম ভক্তের জন্মতিথিকে কেন্দ্র করে উৎসবের আমেজ গোটা দেশে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















