দিল্লিতে তল্লাশি হরিয়ানা পুলিশের, এখনও অধরা হনিপ্রীত
নয়াদিল্লি ও চণ্ডীগড়: জেলবন্দি ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমীত রাম রহিমের দুই ঘনিষ্ঠ সহযোগী হনিপ্রীত ইনসান ও আদিত্য ইনসানের খোঁজে মঙ্গলবার দিল্লিতে জোর তল্লাশি চালাল হরিয়ানা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাজধানী ও তার সংলগ্ন এলাকায় এই তল্লাশি-অভিযান চালানো হয়। একটি অভিযান চালানো হয় দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশের একটি আবাসনে। সোমবারই হনিপ্রীত, আদিত্য ইনসান ও পবন ইনসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাঁচকুলার আদালত। সকলের বিরুদ্ধে দেশদ্রোহিতা, হিংসায় মদত দেওয়া এবং রাম রহিমকে পালাতে সাহায্য করতে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।
আদালতের এই পরোয়ানা জারি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হনিপ্রীতের (যাঁর আসল নাম প্রিয়ঙ্কা তানেজা) আইনজীবী জানান, তাঁর মক্কেল আগাম জামিনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন। আইনজীবী আরও দাবি করেন, হনিপ্রীত দিল্লিতেই রয়েছেন। এরপরই, দিল্লিজুড়ে জোর তল্লাশি শুরু করে হরিয়ানা পুলিশ। যদিও, এখনও পর্যন্ত অধরা হনিপ্রীত সহ বাকিরা। ইতিমধ্যেই, তিনজনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল অ্যালার্ট জারি করেছে হরিয়ানা পুলিশ।
মধ্য-তিরিশের হনিপ্রীত গত ২০০৯ সাল থেকেই রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগী। গত ২৫ অগাস্ট, রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার দিন তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তারপর গত ১ মাস ধরে পুলিশ তাঁর খোঁজে নেপাল, রাজস্থান, বিহার, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়।