এক্সপ্লোর
গোরক্ষপুর দাঙ্গা মামলায় আদিত্যনাথের বিচারে অনুমতি প্রত্যাখ্যানকে চ্যালেঞ্জ করার আবেদনে সম্মতি হাইকোর্টের

এলাহাবাদ: ২০০৭ সালের গোরক্ষপুর দাঙ্গা মামলায় বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিচারের আবেদনে অনুমতি প্রত্যাখ্যান করেছিল উত্তরপ্রদেশ সরকার। রাজ্য প্রশাসনের সেই অসম্মতিকে চ্যালেঞ্জ করে এবার আবেদন গ্রহণে সম্মতি দিল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ মুরারি ও বিচারপতি অখিলেশ চন্দ্র শর্মাকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পারভেজ পারোয়াজ ও আসাদ হায়াতের সংশোধিত আবেদন গ্রহণে সম্মতি দিয়েছে। তাঁরা আগে গোরক্ষপুরের দাঙ্গার সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ৯ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। পাশাপাশি রাজ্য সরকারকেও পাল্টা হলফনামা পেশ করতে বলেছে। আবেদনকারীদের কৌঁসুলি এসএফএ নকভির বক্তব্য, আমরা বলেছিলাম, এই মামলার এক অভিযুক্ত রাজ্য সরকারের সর্বোচ্চ পদে রয়েছেন, তাই সরকারের অনুমতি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার অনুমতি অবশ্যই দেওয়া উচিত আমাদের। আদিত্যনাথ ছাড়াও এই মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে গোরক্ষপুরের তত্কালীন মেয়র অঞ্জু চৌধুরি ও স্থানীয় বিধায়ক রাধা মোহন দাশ আগরওয়ালের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















