এক্সপ্লোর
নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ যুবরাজ সিংহ, পড়ুন, কেন

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ যুবরাজ সিংহ। ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরির জন্য যুবরাজ ও তাঁর ফাউন্ডেশনের কাজের প্রশংসা করে একটি চিঠি লেখেন তিনি। সেই চিঠিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যুবরাজ। চিঠিতে মোদী লিখেছেন, যুবরাজ যেভাবে ক্যানসারকে পরাজিত করেছেন, তা বহু ভারতীয়র কাছে প্রেরণা। দেখুন চিঠিটি
২০১১-য় বিশ্বকাপ জয়ের কিছু পরেই যুবরাজের শরীরে ক্যানসার ধরা পড়ে। ২০১২-র মার্চে ক্যানসার মুক্ত ঘোষিত হন তিনি। সগৌরবে ফিরে আসেন ভারতীয় দলে। বাঁ হাতি এই ব্যাটসম্যান সে বছরই তৈরি করেন নিজের ফাউন্ডেশন ইউ উইক্যান ফাউন্ডেশন। এই সংস্থার লক্ষ্য হল ক্যানসার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এই রোগের সঙ্গে লড়তে শেখানো।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















