এক্সপ্লোর
পাওয়া গেল সন্দেহজনক ব্যাগ, হাই অ্যালার্ট পাঠানকোটে

পাঠানকোট: পঞ্জাবের পাঠানকোট জেলায় হাই অ্যালার্ট। গতকাল রাতে মামুন সেনা ছাউনির কাছে একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া গিয়েছে। এরপরই জারি হয়েছে হাই অ্যালার্ট, সেনা ও সোয়াট কম্যান্ডো বাহিনী চালাচ্ছে তল্লাশি অপারেশন। গতকাল এখানেই একটি চটের বস্তায় তিনটি সেনা ইউনিফর্ম পাওয়া যায়। বস্তার ওপর লেখা ছিল জম্মু। এ মাসের শুরুতেও মামুন সেনা ছাউনির কাছে মালিকানাহীন ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলি থেকে উদ্ধার হয় দুটি মোবাইল টাওয়ার ব্যাটারি। গত ২ বছরে পঞ্জাবে দুটি জঙ্গি হানা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে ২০১৫-র জুলাইতে, গুরুদাসপুর জেলার দীননগর শহরের একটি পুলিশ স্টেশনে ঢুকে পড়ে তিনজন সশস্ত্র জঙ্গি। হামলায় ১ পুলিশ সুপার সহ ৭ জনের মৃত্যু হয়। পাল্টা গুলিতে খতম হয় ওই তিন জঙ্গিও। দ্বিতীয় ঘটনাটি ঘটে এই পাঠানকোটেই। গত বছর পয়লা জানুয়ারি গভীর রাতে বায়ু সেনা ছাউনিতে হামলা চালায় সীমান্ত টপকে আসা ৪ জঙ্গি। এতে ৭ সেনা কর্মীর মৃত্যু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















