এক্সপ্লোর
Advertisement
হিমাচলের মান্ডিতে ভূমি ধসে ভেসে গেল ২ চলন্ত বাস, মৃত অন্তত ৫০
মান্ডি: ধসের মুখে ভেসে গেল হিমাচল প্রদেশের দুটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ৫০ জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ওই বাসদুটি গতকাল গভীর রাতে দুর্ঘটনায় পড়ে। একটি মানালি থেকে চাম্বা যাচ্ছিল, অন্যটি মানালি থেকেই রওনা দেয় জম্মুর কাটরার দিকে।
পাহাড়ি রাস্তা ধরে যাওয়া একটি বাসের ওপর পাথরের চাঁই বা বোল্ডার খসে পড়ে। এতে ২০-২৫ জন মারা গিয়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে, কয়েকজনের দেহ উদ্ধার করেছে তারা।
এছাড়া জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাস জলে ভেসে যায় অন্তত ৮০০ মিটার। টানা বৃষ্টির ফলে উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে। ত্রাণের কাজে হাত লাগিয়েছে সেনা ও এনডিআরএফ। ধ্বংসস্তুপের তলায় বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
যখন তখন ধস আর বোল্ডার ছিটকে পড়ার জেরে হিমাচলের রাস্তায় যাতায়াত ক্রমশ দুরূহ হয়ে উঠেছে। বিশেষ করে পান্ডোহ- আওত এলাকায় চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক ও যোগিন্দরনগর-মান্ডি এলাকায় পাঠানকোট-মান্ডি জাতীয় সড়ক বর্ষাকালে যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। পারওয়ানু-সোলানের মাঝে চণ্ডীগড়-সিমলা হাইওয়েরও একই অবস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement