এক্সপ্লোর
হিন্দুত্ব 'বিপদে', প্রত্যেক হিন্দুর চাই আটটি করে সন্তান, ডাক ধর্মগুরুর
সম্ভল (উত্তরপ্রদেশ): আমরা দুই, আমাদের আট, এমন ফর্মূলা মেনে হিন্দুদের বংশবৃদ্ধির ডাক দিলেন স্বামী প্রবোধানন্দ গিরি, যিনি সনাতন ধর্ম মহাসঙ্ঘের জাতীয় সভাপতি। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে হিন্দুত্ব বিপদের মুখে। তাকে রক্ষার দায়িত্ব নিতে হবে প্রতিটি হিন্দুকে। এজন্য প্রত্যেক হিন্দুর উচিত আটটি করে সন্তানের জন্ম দেওয়া। এভাবে হিন্দু সমাজকে রক্ষা করতে, বাঁচাতে, এগিয়ে নিয়ে যেতে অবদান রাখুন প্রত্যেকে। হিন্দুদের উচিত আমরা দুজন, আমাদের আট-এই নীতি মেনে চলা।
প্রসঙ্গত, দেশে পরিবার পরিকল্পনার কথা মাথায় রেখে হাম দো, হামারা দো স্লোগান চালু করেছিল সরকার।
উত্তরপ্রদেশে হিন্দুদের রক্ষায় লখিপুরের মাহোরার পবন বন বিহার আশ্রমের ওই অনুষ্ঠানে হিন্দু রক্ষা দল তৈরি হয়েছে, তা রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান গিরি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিহাস গড়বেন, গোহত্যা নিষিদ্ধ করে ইতিমধ্যেই তিনি দারুণ শুরু করেছেন বলেও মন্তব্য করেন গিরি।
তিনি প্রশংসা করেন নরেন্দ্র মোদীরও। বলেন, এই প্রথম একজন ভাল প্রধানমন্ত্রী পেয়েছে দেশ। হিন্দুত্বের স্বার্থে নিবেদিত একজন প্রধানমন্ত্রীকেই চাই দেশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement