পাঁচতারা হোটেলে মদ নিষিদ্ধ হওয়ার যৌক্তিকতা কী? প্রশ্ন কিরণ খেরের

চণ্ডীগড়: এবার হাইওয়ের ধারে পাঁচতারা হোটেলে মদ নিষিদ্ধ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ কিরণ খের।
সম্প্রতি, সুপ্রিম কোর্টের রায়ে হাইওয়ের ধারে থাকা সমস্ত হোটেল ও রেস্তোরাঁয় মদ বিক্রি নিষিদ্ধ হয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ, ১ এপ্রিল থেকে জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনও হোটেল ও রেস্তোরাঁয় মদ বিক্রি করা যাবে না।
এই প্রেক্ষিতেই এদিন হোটেল মালিকদের সমর্থনে মুখ খোলেন কিরণ খের। সোমবার নিজের কেন্দ্র চণ্ডীগড় সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, শীর্ষ আদালতের এই রায়ের ফলে হোটেল ব্যবসার বিপুল ক্ষতি হচ্ছে।
পাঁচতারা হোটেল কেন (গ্রাহকদের) মদ বিক্রি করতে পারবে না, সেই প্রশ্ন এদিন তোলেন সাংসদ। কিরণের যুক্তি, মদ যদি তারা (পাঁচতারা) বিক্রিই না করতে পারল, তাহলে রেটিং দেওয়ার অর্থ কী? কেনই বা সেই অনুমতি দেওয়া হয়েছিল, তাও জানতে চান তিনি।
কিরণের মতে, দেশজুড়ে প্রায় কয়েক লক্ষ চাকরি এর ওপর (মদ বিক্রি) নির্ভরশীল। এটাও খেয়াল রাখতে হবে। তাঁর দাবি, চণ্ডীগড়ের স্থানীয় যুবকরা বিভিন্ন পাঁচতারা হোটেলের বারে চাকরি করেন। এর ফলে, তাঁদের চাকরি বিপন্ন হবে।
যে লক্ষ্যে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে, তা কতটা পূরণ হবে সেই নিয়ে সংশয় প্রকাশ করেন কিরণ খের। বলেন, যে সব ট্রাকচালকরা মত্ত অবস্থায় গাড়ি চালায়, তারা মদের বোতল ট্রাকের মধ্যেই রেখে দিতে পারে। সেটার ওপর কে নজর রাখবে? প্রশ্ন কিরণের।






















